ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ইউসিবির

প্রকাশিত: ০৬:০১, ২২ মার্চ ২০১৮

১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ইউসিবির

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউসিবি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়। মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় বিদায়ী অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। বিদায়ী বছরে ব্যাংকটি সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (কনসোলিটেডেট ইপিএস) হয়েছে ২ টাকা ৫৮ পয়সা। আর এককভাবে ইপিএস হয়েছে ২ টাকা ৩১ পয়সা। আগামী ৩০ এপ্রিল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ এপ্রিল। -অর্থনৈতিক রিপোর্টার মিরাকল ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা শেয়ারবাজারে তালিকাভুক্ত মিরাকল ইন্ডাস্ট্রিজের কর্পোরেট পরিচালক ৩ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির কর্পোরেট পরিচালক পাভার্টন সিকিউরিটিজের কাছে থাকা ২০ লাখ ১১ হাজার ৯৯টি শেয়ারের মধ্যে ৩ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এ পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবে। -অর্থনৈতিক রিপোর্টার
×