ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় দিনের মতো সারকোজিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত

প্রকাশিত: ০৫:৫৯, ২২ মার্চ ২০১৮

দ্বিতীয় দিনের মতো সারকোজিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে (৬৩) দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। নির্বাচনী প্রচারাভিযানে অবৈধভাবে অর্থ নেয়ার অভিযোগে মঙ্গলবার মধ্যরাতে তাকে আটক করা হয়। এ অর্থ লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে নিয়েছিলেন সারকোজি।- খবর গার্ডিয়ান ২০০৭-২০১২ সাল পর্যন্ত ফরাসি প্রেসিডেন্ট ছিলেন সারকোজি। মঙ্গলবার সকালে তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার ও কর ফাঁকির অভিযোগে বিশেষ তদন্ত চলছে। মঙ্গলবার মধ্যরাতে সারকোজিকে বাড়ি থেকে আটক করা হয়। বুধবার সকাল আটটায় পুলিশ হেফাজতে নেয়া হয়। পুলিশ আবারও তাকে জিজ্ঞাবাদ করবে। তারপর তাকে মুক্তি অথবা আবার জিজ্ঞাসাবাদ অথবা বিচারক তাকে অভিযুক্ত করতে পারেন।
×