ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের প্রেসিডেন্টের পদত্যাগ

প্রকাশিত: ০৫:৫৮, ২২ মার্চ ২০১৮

মিয়ানমারের প্রেসিডেন্টের পদত্যাগ

প্রায় অর্ধশতক সেনা শাসনের পর মিয়ানমারের প্রথম বেসামরিক প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণকারী ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) নেতা টিন চ পদত্যাগ করেছেন। বুধবার প্রেসিডেন্টের দফতর থেকে ফেসবুকে পোস্ট করে বলা হয়েছে, বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে বিশ্রামের জন্য তিনি পদত্যাগ করেছেন। তার এই পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এএফপি ও বিবিসি। ৭১ বছর বয়সী টিন চয়ের স্বাস্থ্যের অবস্থা গত কয়েক মাস ধরেই খারাপের দিকে যাচ্ছিল। রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে তাকে নিয়মিত দেখা যাচ্ছিল না। টিন চ মিয়ানমারের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করে এলেও কার্যত সরকার চালিয়ে আসছিলেন রাষ্ট্রীয় উপদেষ্টা আউং সান সুচি। বিদেশী নাগরিককে বিয়ে করায় মিয়ানমারের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হওয়ার সুযোগ ছিল না সুচির। ফলে ২০১৫ সালের ঐতিহাসিক নির্বাচনে এনএলডির বড় জয়ে মিয়ানমারে দীর্ঘ সামরিক নেতৃত্বের অবসান ঘটলে নোবেলজয়ী সুচি রাষ্ট্রপ্রধান পদের জন্য বেছে নেন তার ছেলেবেলার বন্ধু, দীর্ঘদিনের বিশ্বস্ত উপদেষ্টা টিন চকে। সে সময় সংবিধান সংশোধন করে সুচির জন্য স্টেট কাউন্সিলরের পদ সৃষ্টি করা হয়। রাষ্ট্রের অধিকাংশ নির্বাহী ক্ষমতাও দেয়া হয় তার হাতে। অবশ্য পার্লামেন্টের নির্দিষ্ট সংখ্যক আসন এবং মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদ সংবিধান অনুযায়ী এখনও রয়েছে সেনাবাহিনীর হাতে। ফলে সেনাবাহিনীকে এড়িয়ে অনেক বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ সুচি বা তার সরকারের নেই।
×