ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উপদেষ্টার পরামর্শ উপেক্ষা করে পুতিনকে ট্রাম্পের অভিনন্দন

প্রকাশিত: ০৫:৫৭, ২২ মার্চ ২০১৮

উপদেষ্টার পরামর্শ উপেক্ষা করে পুতিনকে ট্রাম্পের অভিনন্দন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টারের পরামর্শ উপেক্ষা করে সদ্য পুনর্নির্বাচিত রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন। রবিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে চতুর্থবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন পুতিন। এর দুই দিন পর মঙ্গলবার ট্রাম্প পুতিনকে ফোন করে কথা বলেন ও অভিনন্দন জানান। এ সময় পুতিনকে ট্রাম্প বলেন, অস্ত্র প্রতিযোগিতা, ইউক্রেন ও সিরিয়া নিয়ে আলোচনার জন্য তারা দুজন ‘নিকট ভবিষ্যতে’ মিলিত হতে পারেন। বিবিসি ও ওয়াশিংটন পোস্ট। ট্রাম্প তার উপদেষ্টার কথা রাখেননি। ম্যাকমাস্টারের পরামর্শ ছিল ‘তাকে অভিনন্দন জানাবেন না’ বার্তার প্রতিটি অক্ষর তিনি ক্যাপিটালে করেন। বিভিন্ন ইস্যুতে ট্রাম্প প্রশাসন সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছিল। তবে তার উপদেষ্টার বার্তাটি পড়েছেন কিনা তা নিশ্চিত নয়। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের মাধ্যমে আরও ছয় বছরের জন্য রাশিয়াকে নেতৃত্ব দেয়ার সুযোগ পেলেন পুতিন। বিচারে দোষী সাব্যস্ত হওয়ায় তার প্রধান প্রতিদ্বন্দ্বী আলেক্সি নাভালনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। তাই শক্ত কোন প্রতিপক্ষ না থাকায় ৭৬ শতাংশেরও বেশি ভোট পেয়ে সহজ জয় পান পুতিন। পুতিনকে ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে অস্ত্র প্রতিযোগিতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, কিন্তু আমাদের যা আছে কাউকে আমরা কখনও তার কাছাকাছি আসতে দিব না।’ বেশ কয়েকটি বিষয় নিয়ে ট্রাম্প পুতিনের সঙ্গে কথা বললেও সম্প্রতি যে বিষয়টি নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে মস্কোর উত্তেজনা দেখা দিয়েছে, কথোপকথনে সে বিষয়টির কোন উল্লেখ ট্রাম্প করেননি বলে জানিয়েছে বিবিসি। রাশিয়ার পক্ষত্যাগী গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার কন্যা ইউলিয়া স্ক্রিপালকে ইংল্যান্ডে বিষাক্ত রাসায়নিক প্রয়োগে মস্কো হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ লন্ডনের। এ অভিযোগের জের ধরে লন্ডন-মস্কো পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কারের ঘটনাও ঘটেছে। কিন্তু এ নিয়ে পুতিনের সঙ্গে কোন কথাই বলেলনি ট্রাম্প। পশ্চিমা নেতাদের মধ্যে প্রথম জার্মানির চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেল পুতিনকে শুভেচ্ছা জানান। নির্বাচনে জয়ের একদিন পর সোমবার তিনি পুতিনকে ‘উষ্ণ অভিনন্দন’ জানিয়েছেন বলে খবর। অন্যান্য পশ্চিমা নেতাদের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কমিশন প্রধান জ্যঁ ক্লদ জাঙ্কার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ পুতিনকে অভিনন্দন জানিয়েছেন।
×