ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এ্যাকাউন্টধারীদের গোপন তথ্য ফাঁস করে ট্রাম্পের জয়ের পথ সুগমের অভিযোগ

চাপের মুখে ফেসবুক

প্রকাশিত: ০৫:৫৬, ২২ মার্চ ২০১৮

চাপের মুখে ফেসবুক

ফেসবুক গ্রাহকদের তথ্য অজান্তে রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ এ্যানালিটিকার হাতে পাচার করা সম্পর্কিত তথ্য জানার জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় রাজনীতিবিদগণ প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গকে তলব করেছেন। এ দিকে গত দু’দিনে ফেসবুকের বিনিয়োগকারীরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় ৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ কাটছাঁট করেছেন বলে জানা গেছে।- নিউইয়র্ক টাইমস ও বিবিসি যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান ক্যামব্রিজ এ্যানালিটিকা মূলত ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ নিয়ে কাজ করছিল। তাই ব্রিটিশ পার্লামেন্টের তদন্ত কমিটির চেয়ারম্যান ডেমিয়ান কলিন্স ইতোমধ্যেই জুকারবার্গকে এ বিষয় সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য চিঠি লিখেছেন। ফেসবুক ব্যবহারকারীদের বয়স, শখ ব্যক্তিগত গোপন তথ্যসহ বিভিন্ন বিষয় সংরক্ষিত থাকে। কিন্তু ব্রিটেন ভিত্তিক ক্যামব্রিজ এ্যানালিটিকা ট্রাম্পের রাজনৈতিক কনসাল্টিং ফার্ম হিসেবে দায়িত্ব গ্রহণের পর অন্যায়ভাবে পাঁচ কোটি গ্রাহকের গোপন তথ্য পাচার করে দেয়। এ প্রেক্ষিতে ফেসবুকে বিনিয়োগকারীরা এর ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আরোপ এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আরোপিত হলে তার ফলাফল বা পরিণতি কী হবে তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। এ পর্যন্ত প্রতিষ্ঠানটির শীর্ষ নির্বাহীরা তাদের কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেননি এ নিয়ে ফেসবুক প্রতিষ্ঠাতা জুকারবার্গ ও তার ডেপুটি শেরিল স্যান্ডবার্গ বিগত কয়েক দিন যাবত কোন ধরনের মন্তব্য ও বিবৃতি প্রদান থেকে বিরত থেকেছেন। গত মঙ্গলবার তারা কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত কর্মকর্তা কর্মচারীদের সমাবেশেও উপস্থিত হননি। সমাবেশে রাজনৈতিক কনসাল্টিং ফার্মের দ্বারা ফেসবুকের তথ্য-উপাত্তের অপব্যবহার নিয়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা প্রশ্ন উত্থাপন করেন। ক্যামব্রিজ এ্যানালিটিকা ২০১৬ সালের মার্কিন নির্বাচনে ট্রাম্পের পক্ষ নিয়ে ভোটারদের উদ্দেশে বিভিন্ন ধরনের বার্তা পাঠিয়ে নির্বাচনী হাওয়া উল্টে দেয়ার প্রয়াস চালায়। মঙ্গলবার ব্রিটিশ সম্প্রচারমাধ্যম চ্যানেল ফোর ওই ভিডিওটি সম্প্রচার করে। ভিডিওটি সম্প্রচারিত হওয়ার কিছুক্ষণ আগে ক্যামব্রিজ এ্যানালিটিকার পরিচালনা পর্ষদ নিক্সকে ‘প্রতিষ্ঠানের কর্মকা- উন্মুক্ত করে দেয়ার’ অভিযোগে বরখাস্ত করে। তবে ভিডিওতে বলা কথাগুলো নিক্সেরই কী না, তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। চ্যানেল ফোরের সম্প্রচারিত ভিডিওতে নিক্সকে বিদেশী বিভিন্ন নির্বাচনে প্রভাব বিস্তারের ক্ষেত্রে তার প্রতিষ্ঠানের কর্মকা- নিয়ে আলোচনা করতে দেখা গেছে। ‘তাকে বরখাস্ত করার সিদ্ধান্তে এটাই প্রতিফলিত হয় যে, এ ধরনের লঙ্ঘনকে আমরা কতটা গুরুত্ব দিয়ে দেখি,’ বিবৃতিতে বলেছে পশ্চিমা তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠানটি। নিক্সের মন্তব্য সত্য হলে তা ইতোমধ্যে চাপে পড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের জন্য আরও সমস্যা ডেকে আনবে বলে ধারণা পর্যবেক্ষকদের। এসব কারণে ফেসবুকের শেয়ারের ক্রমাগত দরপতন হচ্ছে। মঙ্গলবারও ফেসবুকের শেয়ারের দর দুই দশমিক পাঁচ শতাংশ হ্রাস পেয়েছে। ক্যামব্রিজ এ্যানালিটিকার সঙ্গে চুক্তি ফেসবুকের সুনাম ক্ষুণেœর পাশাপাশি কর্তৃপক্ষ এর ওপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করতে পারে বলে আশঙ্কা বিনিয়োগকারীদের। এসব কারণে গত কয়েকদিনেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বাজারমূল্য ৬০ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। ট্রাম্প শিবিরের কর্মকর্তারা এর আগে বলেছিলেন, নির্বাচনী প্রচারে ক্যামব্রিজ এ্যানালিটিকার ভূমিকা ছিল সামান্যই। যুক্তরাজ্যভিত্তিক এ ডিজিটাল প্রতিষ্ঠান থেকে নয়, ভোটারদের তথ্য রিপাবলিকান ন্যাশনাল কমিটির কাছ থেকে নেয়া হয়েছিল বলে দাবি করেছিলেন তারা। ট্রাম্পজামাতা ও রিপাবলিকান শিবিরের ডিজিটাল কার্যক্রম দেখভালের দায়িত্বে থাকা জারেড কুশনারই ২০১৬-র নির্বাচনী প্রচারে ক্যামব্রিজ এ্যানালিটিকাকে নিয়ে আসেন বলে ট্রাম্পের সাবেক এক উপদেষ্টা জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা কুশনার বা তার আইনজীবীর কোন মন্তব্য পাওয়া যায়নি। ক্যামব্রিজ এ্যানালিটিকা কীভাবে ফেসবুকের তথ্য সংগ্রহ করেছিল, ব্যানন তা জানতেন কী না সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি ওয়াশিংটন পোস্ট। এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধেও সাড়া দেননি এক সময় ক্যামব্রিজ এ্যানালিটিকার পরিচালনা পর্ষদে থাকা ব্যানন।
×