ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিদেশী কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক

প্রকাশিত: ০৫:৫৪, ২২ মার্চ ২০১৮

বিদেশী কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ বিদেশী কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির সিনিয়র নেতারা। বুধবার বিকেলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খালেদা জিয়ার মামলা এবং তাকে জামিন না দেয়া, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ৫ বছর সাজা ও তিনি কারাবন্দী হওয়ার পর থেকে বিএনপি নেতারা বিদেশী কূটনীতিকদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন। বুধবারও বৈঠকের শুরুতে কূটনীতিকদের কাছে খালেদা জিয়ার মামলাসহ বিভিন্ন বিষয়ে বিএনপির পক্ষ থেকে একটি লিখিত বক্তব্য উপস্থাপন করা হয়। এ ছাড়া মৌখিকভাবেও তাদের কাছে আরও কিছু তথ্য তুলে ধরা হয়। বিকেল সোয়া ৪টায় শুরু হয়ে বৈঠকটি চলে প্রায় এক ঘণ্টা। বৈঠকে সুইজারল্যান্ড, স্পেন, সৌদি আরব ও সুইডেনের রাষ্ট্রদূত, মার্কিন দূতাবাসের রাজনৈতিক সচিব, অস্ট্রেলিয়া, তুরস্ক, জাপান ও নেদারল্যান্ড দূতাবাসের ডেপুটি রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি চীফ অংশ নেন।
×