ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউনাইটেড হাসপাতালকে ২০ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৫:৫৩, ২২ মার্চ ২০১৮

ইউনাইটেড হাসপাতালকে ২০ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ নকল ওষুধ রাখা, মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ও সার্জিক্যাল সরঞ্জাম ব্যবহারের দায়ে ইউনাইটেড হাসপাতালকে ২০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১) ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর গুলশান-২ এলাকায় ইউনাইটেড হাসপাতালে অভিযান চালানো হয়। র‌্যাব-১ এর পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানটি পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম। এ সময় স্বাস্থ্য অধিদফতর ও ওষুধ প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিক সম্মেলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সরোয়ার আলম বলেন, শুধু নকল ওষুধ আর মেয়াদোত্তীর্ণ কেমিক্যালই নয়-আরও যেসব বিষয় চোখে পড়েছে তা শিহরে ওঠার মতো। যেমন সারা হাসপাতাল জুড়ে তেলাপোকা ও মশামাছির উৎপাত রয়েছে এই নামীদামী হাসপাতালে। যে কটা ফ্রীজ চোখে পড়েছে সেগুলো চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। ভয়াবহ অবস্থা। এ ধরনের বাজে জিনিসও তারা কিনেছিল। এছাড়া হাসপাতালের ল্যাবে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ও সার্জিক্যাল বিভিন্ন আইটেম পাওয়া গেছে। এর দায়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ইউনাইটেড হাসপাতালের মাইক্রো বায়োলজি ল্যাব, হিস্টোপ্যাথলজি ল্যাব, বায়োকেমিস্ট্রি ল্যাব, ক্লিনিক্যাল প্যাথলজি ল্যাব, হেমাটোলজি ল্যাবসহ সব ল্যাবে অভিযান পরিচালিত হয়। ল্যাবে যেসব কেমিক্যাল দিয়ে টেস্ট করা হয় সেগুলো মেয়াদোত্তীর্ণ বলে প্রমাণ পেয়েছে র‌্যাব। ল্যাব থেকে জব্দ করা কেমিক্যালের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডের (প্যাথলজিক্যাল টেস্টের কাজে লাগে) একটি ব্যবহৃত জার ২০১৫ সালের ৩১ জুলাই মেয়াদ শেষ হয়। পটাশিয়াম হাইড্রোক্সাইডের মেয়াদ শেষ হয় ২০১৬ সালের ৩১ আগস্ট।
×