ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হকিংয়ের দেহভস্ম সমাহিত করা হবে নিউটন ও ডারউইনের পাশে

প্রকাশিত: ০৫:৫২, ২২ মার্চ ২০১৮

হকিংয়ের দেহভস্ম সমাহিত করা হবে নিউটন ও ডারউইনের পাশে

জনকণ্ঠ ডেস্ক ॥ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের দেহভস্ম ব্রিটেনের ওয়েস্টমিনস্টার এ্যাবেতে আরেক বিখ্যাত বিজ্ঞানী আইজ্যাক নিউটনের পাশে সমাহিত করা হবে। এর কাছেই রয়েছে আরেক বিজ্ঞানী, বিবর্তনবাদের জনক চার্লস ডারউইনের সমাধি। ১৮৮২ সালে ডারউইনকে কবর দেয়া হয়। বুধবার ওয়েস্টমিনস্টার চার্চ কর্তৃপক্ষ জানায়, দুনিয়াজুড়ে বিখ্যাত এই দুই বিজ্ঞানীর কাছেই সমাহিত করা হবে হকিংয়ের দেহভষ্ম। বিবিসি ও এএফপি। পদার্থ বিজ্ঞানী প্রফেসর হকিং কয়েক দশক ধরে মটর নিউরন সিন্ড্রমে ভুগছিলেন। গত ১৪ মার্চ ৭৬ বছর বয়সে তিনি মারা যান। বিজ্ঞানী হকিংয়ের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩১ মার্চ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গ্রেট সেন্ট ম্যারি চার্চে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ওই দিন স্থানীয় সময় দুপুর দুটায় অনুষ্ঠিতব্য ওই শেষ শেষকৃত্য অনুষ্ঠানে তার পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও সহকর্মীদের আমন্ত্রণ জানানো হবে। বিশ্ববিদ্যালয়টির যে গনভিল ও কেইয়াস কলেজে হকিং ৫০ বছরেরও বেশি সময় ধরে অধ্যাপনা করতেন গ্রেট সেন্ট ম্যারি গির্জাটি তার খুব কাছেই অবস্থিত। ওয়েস্টমিনিস্টার এ্যাবেতে এ বছরের শেষের দিকে এক থ্যাঙ্কস গিভিং অনুষ্ঠানে চিরবিদায় জানানো হবে এই বিজ্ঞানীকে। হকিংয়ের শেষকৃত্যের কথা জানাতে গিয়ে প্রফেসর হকিংয়ের সন্তান লুসি, রবার্ট ও টিম বলেছেন, আমাদের পিতা ক্যামব্রিজে ৫০ বছরেরও বেশি সময় ধরে বসবাস ও কাজ করেছেন। তিনি এই শহরের অবিচ্ছেদ্য অংশ। এ কারণেই আমরা ক্যামব্রিজে তার শেষকৃত্য আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। এই শহরকে তিনি খুব ভালবাসতেন। এই শহরটিও তাকে খুব ভালবাসত। আমাদের পিতার জীবন ও কর্ম অনেকের কাছে অনেক কিছু। তাদের মধ্যে ধর্মবিশ্বাসী যেমন আছেন তেমনি আছেন অবিশ্বাসীও। সে কারণে শেষকৃত্য অনুষ্ঠানটি হবে সনাতন ও ইনক্লুসিভ। ওয়েস্টমিনিস্টার এ্যাবের ডিন ড. জন হল বলেছেন, সতীর্থ বিজ্ঞানীদের পাশে স্টিফেন হকিংকে সমাহিত করা খুবই যুৎসই।
×