ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুদ্ধাপরাধী বিচার

ফুলবাড়িয়ার রাজাকার রিয়াজ ফকিরের মামলায় যে কোন দিন রায়

প্রকাশিত: ০৫:৪৬, ২২ মার্চ ২০১৮

ফুলবাড়িয়ার রাজাকার রিয়াজ ফকিরের মামলায় যে কোন দিন রায়

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ফুলবাড়িয়ার রিয়াজ উদ্দিন ফকিরের বিরুদ্ধে মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। রায় ঘোষণার জন্য মামলাটি সিএভি রাখা হয়েছে। অর্থাৎ যে কোন দিন ঘোষণা করা হবে। ট্রাইব্যুনাল গঠনের পর এটি হবে ৩২তম রায়। তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগে রয়েছে। চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার এ আদেশ প্রদান করেছেন। ট্রাইব্যুনালে এ সময় শুনানি করেন প্রসিকিউটর হৃষিকেশ সাহা। আসামীপক্ষে ছিলেন আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। এদিকে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সিলেটের হবিগঞ্জ জেলার লাখাই থানাধীন তিন আসামির বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মামলায় আসামিরা হলেন মোঃ শফি উদ্দিন মাওলানা (৮০), মোঃ তাজুল ইসলাম (৮০) ও মোঃ জাহেদ মিয়া (৬২)। এ তিন আসামির মধ্যে মোঃ শফি উদ্দিন মাওলানা এখনও পলাতক আছেন। তবে বাকি দুজন গ্রেফতার হয়ে করাগারে আছেন। ময়মনসিংহের ফুলবাড়িয়ার রিয়াজ উদ্দিন ফকিরের বিরুদ্ধে যে কোন দিন রায় ঘোষণা করা হবে। মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের পাঁচটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। হবিগঞ্জের তিন রাজাকার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সিলেটের হবিগঞ্জ জেলার লাখাই থানাধীন তিন আসামির বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত পতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মামলায় আসামিরা হলেন মোঃ শফি উদ্দিন মাওলানা, মোঃ তাজুল ইসলাম ও মোঃ জাহেদ মিয়া। এ তিন আসামির মধ্যে মোঃ শফি উদ্দিন মাওলানা এখনও পলাতক আছেন। তবে বাকি দুজন গ্রেফতার হয়ে করাগারে আছেন। বুধবার দুপুরে রাজধানীর ধানম-ির তদন্ত সংস্থার নিজ কার্যালয়ে সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক মোঃ সানাউল্লাহ এ প্রতিবেদন প্রকাশ করেন।
×