ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৮ এপ্রিল সংসদ অধিবেশন

প্রকাশিত: ০৫:৪২, ২২ মার্চ ২০১৮

৮ এপ্রিল সংসদ অধিবেশন

সংসদ রিপোর্টার ॥ দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন আগামী ৮ এপ্রিল রবিবার বিকেল ৫টায় শুরু হবে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। বুধবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সংসদের আসন্ন ২০তম অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। সাংবিধানিক বাধ্যবাদকতার জন্য এ সংক্ষিপ্ত অধিবেশন ডাকা হয়েছে। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আসন্ন অধিবেশনের মেয়াদ ৫ থেকে ৭ দিন হতে পারে। তবে আগামী ৮ এপ্রিল বিকেলে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় সংসদের ২০তম অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত করা হবে। উপ-নির্বাচনে বিজয়ী দুই এমপির শপথ ॥ ব্রাহ্মণবাড়িয়া-১ এবং গাইবান্ধা-১ আসনের উপ-নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন এবং শামীম হায়দার পাটোয়ারী বুধবার শপথ নিয়েছেন। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত এ দু’জন সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, চীফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ শহীদুজ্জামান সরকার, শাহাব উদ্দিন, ফখরুল ইমাম, তাজুল ইসলাম চৌধুরী, নূর-ই-হাসনা লিলি চৌধুরী ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম মমতাজ উপস্থিত ছিলেন। অগ্রণী ব্যাংকের অডিট আপত্তি দ্রুত নিষ্পতির সুপারিশ ॥ সরকারী হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন অগ্রণী ব্যাংক লিঃ এর হিসাবের ওপর আনা অডিট আপত্তি দ্রুত নিস্পত্তির পরামর্শ দেয়া হয়েছে। বুধবার সংসদ ভবনে কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়। কমিটির সদস্য মোহাম্মদ আমানউল্লাহ, মোঃ রুস্তম আলী ফরাজী, আফম রুহুল হক, মোঃ শামসুল হক টুকু এবং রেবেকা মমিন সভায় অংশগ্রহণ করেন। সভায় অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (অগ্রণী ব্যাংক লিঃ) এর ২০১১-১২ অর্থ বছরের ওপর মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্ট এর অডিট আপত্তির অনুচ্ছেদ ৯, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ ও ২০ নিয়ে আলোচনা করা হয়। অডিট আপত্তিগুলো কমিটি থেকে দেয়া নির্দেশনার আলোকে নিষ্পত্তির সুপারিশ করা হয়। সভায় বলা হয়, চালু প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা আদায় না করায় শ্রেণীকৃত ও মেয়াদোত্তীর্ণ ঋণ বাবদ ব্যাংকের ৮ কোটি ১১ লাখ ৮৬ হাজার ৩শ’ ৩০ টাকা ক্ষতি হয়, মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে অনাদায়ী টাকা আদায় করার পরামর্শ দেয়া হয়। আদায়কৃত টাকার প্রমাণ জমাদান সাপেক্ষে আপত্তিটি অনধিক ৯০ দিনের মধ্যে নিষ্পত্তির সুপারিশ করা হয়।
×