ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাল্যবিবাহ বন্ধ

প্রকাশিত: ০৬:৪৭, ২১ মার্চ ২০১৮

বাল্যবিবাহ বন্ধ

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ২০ মার্চ ॥ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার গোপন সংবাদের ভিত্তিতে একটি বাল্যবিবাহ বন্ধ করেন। মঙ্গলবার উপজেলার আচারগাঁও ইউনিয়নের নাকিরাজ গ্রামের জিল্লুর রহমানের কন্যা সুমাইয়া আক্তার (১৫) এর বিয়ে অনুষ্ঠান চলাকালীন ভূমি কর্মকর্তা উপস্থিত হয়ে এ বিয়ে বন্ধ করে দেন। পরে কনের অভিভাবক জিল্লুর রহমান তার মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে অঙ্গীকার করেন। ৫ বালুদস্যুর দ- নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২০ মার্চ ॥ মঙ্গলবার আড়িয়াল খাঁ নদের শিবচর অংশে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে নদে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অপরাধে ৫ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করা হয়েছে। এ সময় পাইপ কেটে ও বিভিন্ন যন্ত্রাংশ ভেঙ্গে ৪টি ড্রেজার ধ্বংস করা হয়েছে। অভিযানকালে ৪টি ড্রেজারের পাইপ কেটে ও বিভিন্ন যন্ত্রাংশ ভেঙ্গে ধ্বংস করা হয়। এ সময় নদে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অপরাধে বশির, ফারুক খান, রহিম মুন্সি, মিলন শেখ ও বাদশা ফকিরকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
×