ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ছাত্রকে পিটিয়ে জখম করলেন শিক্ষক

প্রকাশিত: ০৬:৪৬, ২১ মার্চ ২০১৮

ছাত্রকে পিটিয়ে জখম করলেন শিক্ষক

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২০ মার্চ ॥ মঙ্গলবার সকালে গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের উত্তর মলংচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র মোঃ আরিফ হোসেন (১২) কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মান্নান তালুকদার পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ উঠেছে। আহত আরিফ হোসেন সিকদার একই উপজেলার মলংচড়া গ্রামের আমির হোসেন সিকদারের ছেলে। আহত আরিফকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। হাসপাতাল, পরিবার ও স্থানীয় সূত্র জানায়, উত্তর মলংচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র মোঃ আরিফ হোসেন রবিবার দুটি ক্লাস করে দুপুরে ওষুধ কেনার জন্য বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেনের নিকট ছুটি নিয়ে নিকটস্থ নাগেরপাড়া বাজারে যায়। বাজার থেকে সে আর ওই দিন বিদ্যালয়ে যায়নি। এরপর মঙ্গলবার আরিফ বিদ্যালয়ে গেলে তার ক্লাস কেন করেনি এই অজুহাতে প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদার বাঁশের কঞ্চি দিয়ে ওই ছাত্রকে পেটানো শুরু করে। এক পর্যায়ে আরিফ সংজ্ঞাহীন হয়ে যায়। এছাড়াও একই শ্রেণীর অপর ছাত্র শামীমকেও একই অভিযোগে মারধর করেছে প্রধান শিক্ষক আঃ মান্নান তালুকদার। পরে আরিফের পরিবারের লোকজন খবর পেয়ে তাকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। আহত আরিফ হোসেনের বাবা আমির হোসেন সিকদার বলেন, বিদ্যালয় থেকে প্রধান শিক্ষকের কাছে না বলে যাওয়ার কারণে আমার ছেলেকে পিটিয়ে আহত করেছেন প্রধান শিক্ষক। কিন্তু আরিফ তো আরেকজন শিক্ষকের কাছ থেকে ছুটি নিয়ে গিয়েছিল। আমি এই ঘটনার বিচার চাই। প্রধান শিক্ষক আঃ মান্নান তালুকদার বলেন, ক্লাশ ফাঁকি দেয়ার কারণে সামান্য একটি পাটের কাঠি দিয়ে আরিফকে শাসন করেছি। বিষয়টি আর কিছুই নয়।
×