ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভুল চিকিৎসায় ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৬:৪৪, ২১ মার্চ ২০১৮

ভুল চিকিৎসায় ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২০ মার্চ ॥ টাঙ্গাইলের সখীপুরে ভুল চিকিৎসার শিকারে ইসরাত জাহান হ্যাপী নামের এক কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। সোমবার ভোররাতে ওই ছাত্রী মারা যান। মারা যাওয়া রোগী ইসরাত জাহান হ্যাপী সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজের ছাত্রী ও পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা মুদি দোকান্দার আব্দুল হান্নানের মেয়ে। ভুল চিকিৎসায় মারা যাওয়ার ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে মঙ্গলবার দুপুর ১২টার দিকে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজ ক্যাম্পাসের সামনে তারা এ মানববন্ধন পালন করে। এ সময় কলেজের অধ্যক্ষ রেনুবর রহমান, ছাত্রী সংসদের ভিপি স্বপ্না আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধন কর্মসূচীতে হ্যাপীর সহপাঠীসহ ও ওই কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং শিক্ষকরা অংশ নেয়। এ সময় শিক্ষার্থী হ্যাপী ভুল চিকিৎসায় মারা যাওয়ায় অভিযুক্ত ডাক্তার আব্দুস সাত্তারের বিচার দাবি করা হয়। নিহত হ্যাপীর স্বজনরা জানান, গত ৫ মার্চ পেটের ব্যথা নিয়ে সখীপুর পৌরশহরের লাইফ কেয়ার ক্লিনিক এ্যান্ড নার্সিং হোমে তারা হ্যাপীকে ভর্তি করান। সে সময় ওই ক্লিনিকের একটি অংশের মালিক ও ডাক্তার আব্দুস সাত্তার রোগীর এ্যাপিন্ডিসাইট হয়েছে জানিয়ে পরদিন ৬ মার্চ অস্ত্রোপচার করেন। পরবর্তী সময়ে রোগীর অবস্থার অবনতিতে তাকে টাঙ্গাইল সদর জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানেও রোগীর অবস্থার উন্নীত না হওয়ায় গত ১৬ মার্চ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়। সোমবার ভোরে হ্যাপী মারা যায়।
×