ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় তনুর খুনীদের বিচার দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৪৩, ২১ মার্চ ২০১৮

কুমিল্লায় তনুর খুনীদের বিচার দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২০ মার্চ ॥ দেশব্যাপী বহুল আলোচিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও কলেজ থিয়েটারের নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। এ ছাড়া কলেজ ক্যাম্পাসে শোক র‌্যালি ও দোয়ার আয়োজন করেছে শিক্ষার্থীরা। তনু হত্যাকা-ের দুই বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা এসব কর্মসূচী পালন করে। ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের উদ্যোগে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন থিয়েটারের প্রধান উপদেষ্টা বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মশিউর রহমান ভূঁইয়া, মার্কেটিং বিভাগের প্রধান কাজী মজিবুর রহমান, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক নিলুফার সুলতানা, থিয়েটারের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ। প্রতিবাদী মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, আইনপ্রয়োগকারী সংস্থা দুই বছরেও তনুর খুনীদের শনাক্ত কিংবা গ্রেফতার করতে পারেনি। স্থবির হয়ে আছে তদন্তের গতি। এতে এ হত্যাকা-ের বিচার পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। তারা তনুর হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন বক্তারা। উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের বাসা থেকে বের টিউশনি করতে গিয়ে আর নিজের বাসায় ফিরেনি তনু। পরে তার স্বজনরা খোঁজাখুঁজি করে রাতে বাসার অদূরে সেনানিবাসের ভেতরের একটি জঙ্গলে তনুর মরদেহ পায়।
×