ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মির্জাপুর-ওয়ার্শী-বালিয়া সড়ক

১১১ কোটি টাকার কাজে অনিয়ম পরিদর্শনে তদন্ত দল

প্রকাশিত: ০৬:৪৩, ২১ মার্চ ২০১৮

১১১ কোটি টাকার কাজে অনিয়ম পরিদর্শনে তদন্ত দল

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২০ মার্চ ॥ ১শ’ ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত মির্জাপুর-ওয়ার্শী-বালিয়া সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাংসদ নাজমুল হক প্রধানের নেতৃত্বে একটি তদন্ত দল সড়কটি পরিদর্শনে এসে এ অনিয়ম ও গাফলতি দেখতে পান। এ সময় ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ একাব্বর হোসেন এমপি, সংসদীয় সচিবালয়ের সহকারী সচিব আইয়ুব আলী খান, প্রশাসনিক কর্মকর্তা খালেকুজ্জান, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের একান্ত সচিব ইকবাল বিন মতিন, সড়ক ও জনপথ বিভাগের ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুল ইসলাম, জামালপুর জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শওকত আলী, টাঙ্গাইল জোনের নির্বাহী প্রকৌশলী মোঃ নূর ই আলম ও প্রধান প্রকৌশলী শামছুদ্দিন আহমেদ। এদিকে তদন্ত কমিটি পরিদর্শনে আসবে এ খবর পেয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের লোকজন তড়িঘড়ি করে সড়কটি সংস্কারের চেষ্টা করে। সংশ্লিষ্ট সূত্র মতে, প্রায় পাঁচ বছর আগে মির্জাপুর উপজেলা থেকে উয়ার্শী হয়ে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়া পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার পাকা সড়ক নির্মাণের কাজ শুরু হয়। এরমধ্যে মির্জাপুর অংশে ৯.১২ কিলোমিটার এবং মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার অংশে ২.৮৮ কিলোমিটার সড়ক রয়েছে। এই সড়কটি নির্মাণের জন্য পাঁচটি ব্রিজ ও ১৩টি কালভার্ট এবং জমি অধিগ্রহণসহ নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় ১শ’ ১১ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়নে দায়িত্ব পায় টাঙ্গাইল ও মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। ব্রিজ-কালভার্টসহ সড়কটি নির্মাণের জন্য ১৯ জন ঠিকাদার নিয়োগ করা হয়।
×