ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নতুন গিনেস রেকর্ড গড়তে যাচ্ছেন ফয়সাল

প্রকাশিত: ০৬:৩৯, ২১ মার্চ ২০১৮

নতুন গিনেস রেকর্ড গড়তে যাচ্ছেন ফয়সাল

স্পোর্টস রিপোর্টার ॥ বল মাথায় নিয়ে নানা কসরত দেখানো আবদুল হালিমকে পৃষ্ঠপোষকতা করে তিন-তিনটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড গড়িয়েছে ওয়ালটন। হালিমের মতো আরও একজন মাসুদ রানা। তারও তিনটি রেকর্ডের আবেদন ইতোমধ্যে গিনেস বুক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সেগুলো প্রক্রিয়াধীন। সম্প্রতি আরও একজন প্রতিভাবান তরুণকে খুঁজে পেয়েছে ওয়ালটন। তার নাম মাহমুদুল হাসান ফয়সাল। গ্রামের বাড়ি মাগুরার হাজীপুরে। তার মাধ্যমে একটি রেকর্ড ভাঙ্গার জন্য গিনেস বুক কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। সম্প্রতি গিনেস বুকের পক্ষ থেকে সেই রেকর্ড ভাঙ্গার অনুমতি দেয়া হয়েছে। শীঘ্রই তার মাধ্যমে জার্মানির ডেভিড রাউয়ের করা রেকর্ডটি ভেঙ্গে দেয়ার প্রচেষ্টা চালানো হবে। ফয়সালের জন্ম নড়াইলের কালিয়াতে। পৈত্রিক নিবাস মাগুরার হাজীপুর। সেখানেই তিনি বেড়ে উঠেছেন। কাটিয়েছেন শৈশব ও কৈশোর। বাবা আগে সেনাবাহিনীতে চাকরি করতেন। বর্তমানে অবসরপ্রাপ্ত। মাগুরা সরকারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ থেকে এসএসসি পাসের পর মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হন তিনি। বর্তমানে চতুর্থ বর্ষে অধ্যয়ন করছেন। তিনি ফুটবল, বাস্কেটবল দিয়ে বিভিন্ন ধরনের কসরত দেখানোর পাশাপাশি আরও বেশ কয়েকটি বিষয়ে পারদর্শী। উল্লেখ্য, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড সৃষ্টিকারী আব্দুল হালিম ২০১১ সালে বল মাথায় রেখে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করে রেকর্ড গড়েছিলেন। এরপর বল মাথায় নিয়ে রোলার স্কেটিং জুতা পরে দ্রুততম সময়ে (২৭.৬৬ সেকেন্ড) ১০০ মিটার অতিক্রম করে ২০১৫ সালে নতুন একটি রেকর্ড গড়েন। ২০১৭ সালে বল মাথায় নিয়ে সাইকেল চালিয়ে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করার রেকর্ড গড়েন হালিম। আন্তঃজেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামী ২১ ও ২২ মার্চ ‘আন্তঃজেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা’ ঢাকার ধানম-ির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের জিমনেশিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় ৪২ জেলার ৮৪ খেলোয়াড় অংশগ্রহণ করবেন। আগামী ২১ মার্চ বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। আগামী ২২ মার্চ বিকেল ৪টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। গেট ইন টু রাগবি প্রোগ্রাম স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের পৃষ্ঠপোষকতায় এবং জুবেনাইল ইংলিশ মিডিয়াম স্কুলের সহযোগিতায় মঙ্গলবার ‘গেট ইন টু রাগবি প্রোগ্রাম’ জুবেনাইল ইংলিশ মিডিয়াম স্কুলে অনুষ্ঠিত হয়। ২০০ শিক্ষার্থী এই রাগবি প্রশিক্ষণে অংশগ্রহণ করে। এতে লেভেল ওয়ান প্রশিক্ষক নাজমুস সাকিব শোভনের নেতৃতে ৯ প্রশিক্ষক এই প্রশিক্ষণ কোর্সটি পরিচলনা করেন। প্রধান অতিথি হিসেবে স্কুলের চেয়ারম্যান সাইদুর রহমান কোর্সটি উদ্বোধন করেন।
×