ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সহকারী কোচ হালসালের পদত্যাগ

প্রকাশিত: ০৬:৩৮, ২১ মার্চ ২০১৮

সহকারী কোচ হালসালের পদত্যাগ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ রিচার্ড হালসাল পদত্যাগ করেছেন। পরিবারকে সময় দিতেই হালসালের এমন সিদ্ধান্ত। পদত্যাগপত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পাঠিয়েছেনও। পদত্যাগপত্র বিসিবি গ্রহণও করেছে। বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনই বিষয়টি নিশ্চিত করেছেন। সিইও জানিয়েছেন, ‘রিচার্ড আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দিয়েছে। আমরা বুঝেছি, পরিবারের জন্যই এ পদত্যাগ। সে তার পরিবারকে সময় দিতে চায়। বিশেষ করে তার অসুস্থ বাবার সঙ্গে থাকতে চায়। বিসিবি তার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানায়। পদত্যাগপত্র গ্রহণও করেছে।’ হালসালকে ধন্যবাদও জানায় বিসিবি। সিইও বলেন, ‘বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। গত চার বছরে অনেক সাফল্যের সঙ্গে জড়িত ছিলেন। তাকে বোর্ড ধন্যবাদ জানায়। তার সুন্দর ভবিষ্যত কামনা করছে বিসিবি।’ হালসালও বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি বোর্ডকে ধন্যবাদ জানাই। জাতীয় দলের সঙ্গে গত চারটি বছর দুর্দান্ত কেটেছে। আমি কয়েকজন অসাধারণ লোকের সঙ্গে কাজ করেছি। আমার ক্যারিয়ার উন্নয়নে অনেক সুযোগ পেয়েছি।’ সঙ্গে যোগ করেন, ‘আমি সবসময়ই পরিবারের কাছে কৃতজ্ঞ। তারা আমার কর্মকে গ্রহণ করেছে। সঙ্গে ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার বিপক্ষে বিখ্যাত জয়গুলো স্মরণে থাকবে। আমি কখনই বাংলাদেশ দলের সঙ্গে থাকার সময়গুলো ভুলব না। আশা করছি দল যেন আরও সাফল্য পায়।’ বাংলা চ্যানেল সাঁতারে রাসেলের নতুন রেকর্ড স্পোর্টস রিপোর্টার ॥ ফরচুন বাংলা চ্যানেল সুইমিংয়ে সবচেয়ে কম সময়ে দূরত্ব অতিক্রম করার রেকর্ড গড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল ইসলাম রাসেল। বঙ্গোপসাগরের ১৬.১ কিলোমিটার পানিপথ তিনি পাড়ি দেন ৩ ঘণ্টা ৮ মিনিট ৭ সেকেন্ডে। এই সাঁতার প্রতিযোগিতায় ১৫ থেকে ৬৮ বছর বয়সী সাঁতারু অংশ নেন। এর আগে বাংলা চ্যানেল পাড়ি দেয়ার সবচেয়ে কম সময়ের রেকর্ডের অধিকারী ছিলেন ইংলিশ ভারতের ঋতু কেদিয়া। তিনি সময় নিয়েছিলেন ৩ ঘণ্টা ৪০ মিনিট। এছাড়াও এবার বাংলাদেশের প্রথম এবং সর্বকনিষ্ঠ মহিলা হিসেবে এই চ্যানেল পাড়ি দেয় বগুড়ার মিতু আখতার (১৬)। তার টাইমিং ৪ ঘণ্টা ৩২ মিনিট ৫১ সেকেন্ড। একই সঙ্গে এই চ্যানেল পাড়ি দেন বয়োজ্যেষ্ঠ সাঁতারু ঢাকার ব্যবসায়ী মিজানুর রহমান (৬৮)। তিনি সময় নেন ৪ ঘণ্টা ৪২ মিনিট। ষড়জ এ্যাডভেঞ্চার এবং এক্সট্রিম বাংলার আয়োজনে ত্রয়োদশ বারের মতো প্রয়াত কাজী হামিদুল হকের স্মরণে সোমবার অনুষ্ঠিত হয় বাংলা চ্যানেল সুইমিং। এবারের প্রতিযোগিতায় অংশ নেয়া ২৮ জনের মধ্যে ১৮ সাঁতারু সফলভাবে বাংলা চ্যানেল পাড়ি দেন।
×