ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুব গেমসে বেরিয়েছে অনেক প্রতিভাবান খেলোয়াড়

প্রকাশিত: ০৬:৩৭, ২১ মার্চ ২০১৮

যুব গেমসে বেরিয়েছে অনেক প্রতিভাবান খেলোয়াড়

স্পোর্টস রিপোর্টার ॥ যুব গেমসের মধ্য দিয়ে অনেক কম জনপ্রিয় খেলাও ক্রীড়াপ্রেমীদের কাছে পৌঁছে দেয়া গেছে। বেরিয়ে এসেছে দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান অনেক খেলোয়াড়। এটাকে এ আসরের বড় প্রাপ্তি হিসেবে দেখছে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন (বিওএ)। তবে হাতে সময় কম থাকায় অনেক ইভেন্টেই স্বল্প প্রস্তুতি নিয়ে অংশ নিয়েছে এ্যাথলেটরা। ফেডারেশনগুলো কিছু কিছু ক্ষেত্রে দেখিয়েছে অপেশাদারী আচরণ। আগামীতে এসব ভুলের পুনরাবৃত্তি হবে না বলে নিশ্চিত করেছে বিওএ। ময়না, রূপা খাতুন, হামিশা পারভিন ও হাসান মিয়া। ক’দিন আগেও এই নামগুলো অপরিচিত ছিল দেশের ক্রীড়াপ্রেমীদের কাছে। কিন্তু যুব গেমসের পর ঘরে-বাইরে সব জায়গায় পরিচিত এখন এই ক্রীড়াবিদরা। শুধু ক্রীড়াবিদরাই ননÑ উশু, তায়কোয়ান্দো, কারাতের মতো খুব একটা জনপ্রিয় নয়, এমন খেলাগুলো সম্পর্কেও এখন সচেতন সাধারণ মানুষ। ২১ ডিসিপ্লিন নিয়ে প্রথমবারের মতো আয়োজিত এই গেমস শেষে এটাকেই বড় প্রাপ্তি হিসেবে দেখছে বিওএ। শুধু তাই নয়, খেলোয়াড় তৈরির আঁতুরঘর হিসেবে পরিচিত বিকেএসপির পাশাপাশি এবার আলো ছড়িয়েছেন দেশের আনাচে-কানাচে থাকা ক্রীড়াবিদরা। তাদের নিয়ে ভবিষ্যতের ছক কষছে বিওএ। দেশের ক্রীড়া ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত এ গেমসে সাফল্যের সঙ্গে কিছু ব্যর্থতাও ছিল আয়োজকদের। আগামী বছর যুব গেমস আয়োজনের পাশাপাশি ভবিষ্যতে এ আসর আয়োজনে এ সমস্যাগুলোর পুনরাবৃত্তি যেন না হয় সেদিকে খেয়াল রাখার আশ্বাস দিয়েছে বিওএ। এপ্রিলে কমনওয়েলথ গেমসের পরপরই গেমস থেকে উঠে আসা ক্রীড়াবিদদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করবে বিওএ।
×