ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ বাছাই- জিম্বাবুইয়েকে হারিয়ে শীর্ষে উইন্ডিজ

প্রকাশিত: ০৬:৩৭, ২১ মার্চ ২০১৮

বিশ্বকাপ বাছাই- জিম্বাবুইয়েকে হারিয়ে শীর্ষে উইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্বের লড়াই ভালই জমে উঠেছে। সুপার সিক্সের ম্যাচে জিম্বাবুইয়েকে ৪ উইকেট হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্রেন্ডন টেইলরের সেঞ্চুরির (১৩৮) সৌজন্যে নির্ধারিত ৫০ ওভারে ২৮৯ রানে অলআউট হয় গ্রায়েম ক্রেমারের জিম্বাবুইয়ে। জবাবে এভিন লুইস (৬৪), শাই হোপ (৭৬) ও অভিজ্ঞ মারলন স্যামুয়েলসের (৮৬) তিন তিনটি হাফ সেঞ্চুরির ওপর ভর করে ৬ উইকেট হারিয়ে ১ ওভার আগে লক্ষ্যে পৌঁছে যায় জেসন হোল্ডারের উইন্ডিজ। হারারেতে চলমান বাছাইপর্বে ‘এ’ ও ‘বি’ গ্রুপের সেরা তিনটি করে দল খেলছে সুপার সিক্সে। এখান থেকে সেরা দুই দল পাবে ২০১৯ বিশ্বকাপে চূড়ান্তপর্বের টিকেট। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে সাবেক দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ক্যারিবীয়রা। সমান ম্যাচে ২ জয়ে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জিম্বাবুইয়ে। তিনে স্কটল্যান্ডের পয়েন্টও সমান ৫। আয়ারল্যান্ডের ৪। মঙ্গলবারের ম্যাচের আগ পর্যন্ত মাত্র ১ জয়ে ২ পয়েন্ট আফগানিস্তানের। হারারে স্পোর্টস ক্লাব মাঠে সোমবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি জিম্বাবুইয়ের। ২৮ রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে আয়োজকরা। সপ্তম ওভারে চোট পেয়ে ক্রিজ ছাড়েন ওপেনার সলোমন মিরে। দুই অঙ্ক ছুঁয়ে ফিরে যান ক্রেইগ আরভিন। শন উইলিয়ামসের সঙ্গে ৭৬, সিকান্দার রাজার সঙ্গে ৭৯ রানের জুটিতে দলকে ভাল অবস্থানে নিয়ে যান টেইলর। ৪২তম ওভার শেষে জিম্বাবুইয়ের স্কোর ছিল ২৩৪/৪। সেখান থেকে তিন শ’ ছাড়ানো রান সম্ভব ছিল। কিন্তু শেষদিকে নিয়মিত উইকেট হারিয়ে ২৮৯ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ১২৪ বলে ২০ চার ও দুটি ছক্কায় ১৩৮ রানের দারুণ এক ইনিংস খেলেন অভিজ্ঞ টেইলর। শেষের দিকে আবার ক্রিজে ফেরা ওপেনার মিরে করেন ৪৫। ৩৫ রানে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার জেসন হোল্ডার। কেমার রোচ ৩ উইকেট নেন ৫৫ রানে। রান তাড়ায় দুই ছক্কায় ১৭ রান করে ফিরে যান ক্রিস গেইল। আরেক ওপেনার এভিন লুইস ৭৫ বলে খেলেন ৬৪ রানের আক্রমণাত্মক ইনিংস। তৃতীয় উইকেটে হোপের সঙ্গে স্যামুয়েলসের ১৩৫ রানের জুটি সহজ জয়ের দিকে নিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু ২০ রানের মধ্যে চার উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে জিম্বাবুইয়ে। ৮০ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৮৬ রানের ঝড়ো ইনিংস খেলা স্যামুয়েলসকে ফিরিয়ে জুটি ভাঙ্গেন বেজিং মুজরাবানি। ৭৬ রান করা হোপকে বিদায় করেন উইলিয়ামস। তিন বলের মধ্যে হোল্ডার ও শিমরন হেটমায়ারকে ফিরিয়ে দেন গ্রায়েম ক্রেমার। তবে এ্যাশলি নার্সকে নিয়ে এক ওভার বাকি থাকতেই দলকে জয় এনে দেন রোভম্যান পাওয়েল। তাদের ব্যাটে বিশ্বকাপের পথে আরেক ধাপ এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
×