ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক প্রীতি ফুটবল

অনুশীলনে ঘাম ঝরাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

প্রকাশিত: ০৬:৩৬, ২১ মার্চ ২০১৮

অনুশীলনে ঘাম ঝরাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী দুই সপ্তাহ আন্তর্জাতিক প্রীতি ফুটবলের হাট বসতে যাচ্ছে। আগামী শুক্রবার বিশ্বের নানাপ্রান্তে প্রান্তে মাঠে নামবে ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন, জার্মানিসহ পরাশক্তিরা। ম্যাচগুলো সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন বিভিন্ন দেশের তারকা ফুটবলাররা। ম্যাচ খেলতে আর্জেন্টিনা জাতীয় দল এখন ইংল্যান্ড অবস্থান করছে। ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে ইতালির বিরুদ্ধে খেলবে লিওনেল মেসির দল। তেমনি ২০১৮ বিশ্বকাপের আয়োজক রাশিয়ায় অবস্থান করছে ব্রাজিল ফুটবল দল। নেইমারকে ছাড়াই সেলেসাওরা রাশানদের বিরুদ্ধে নিজেদের ঝালিয়ে নেবে। ইনজুরির কারণে বর্তমানে মাঠের বাইরে আছেন নেইমার। যে কারণে রাশিয়া ও জার্মানির বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য তাকে ব্রাজিল দলের বাইরে রেখেছেন কোচ টিটে। প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলিয়ান কোচ জাতীয় দলে নতুনদের সুযোগ দিয়েছেন। আগামী ১৪ জুন রাশিয়ায় বিশ্বকাপ মিশন শুরু করার আগে অনুশীলন ম্যাচ দুটি খেলবে ব্রাজিল। ফেব্রুয়ারি মাসে প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে খেলতে গিয়ে পায়ের গুরুতর ইনজুরিতে আক্রান্ত নেইমারকে ছাড়াই ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি সম্পন্ন করতে হচ্ছে। দলের সেরা তারকার অনুপস্থিতি কিছুটা হলেও দলের ওপর প্রভাব ফেলেছে। পুরো পরিস্থিতি আরও একটু ভালভাবে পর্যবেক্ষণ করেই টিটে দল ঘোষণায় ১০ দিন দেরি করেছেন। অস্ত্রোপচারের কারণে অন্তত তিন মাস নেইমারকে বিশ্রামে থাকতে হবে। এ কারণেই ২৩ জনের পরিবর্তে ব্রাজিল কোচ ২৫ জনের তালিকা ঘোষণা করেছেন। অন্যদিকে ইতালি ও স্পেনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যানচেস্টার সিটির তারকা এ্যাগুয়েরো বর্তমানে হাঁটুর ইনজুরিতে ভুগছেন, যে কারণে দুই সপ্তাহের জন্য তিনি মাঠের বাইরে আছেন। এরপরও দলে আছেন তিনি। শুক্রবার ইতালি, এরপর স্পেনের বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা। এ দু’টি ম্যাচে কোচ জর্জ সাম্পাওলির আস্থা অর্জন করতে চান আর্জেন্টিনার স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইন। বুঝাতে চান রাশিয়া বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার যোগ্য তিনি। এই দুই ম্যাচে নিজের লক্ষ্য নিয়ে হিগুয়াইন বলেন, এই ম্যাচগুলো দিয়ে কোচকে বুঝাতে হবে আমাকে বিশ্বকাপের দলে নেয়ার জন্য। আর সেখানে যেতে আমি যা পারি তার সবকিছু করব। আর্জেন্টিনার হয়ে ৬৯ ম্যাচ খেলে ৩১ গোল করেছেন জুভেন্টাস তারকা। ২০১৭ সালে সাম্পাওলির অধীনে আর্জেন্টিনার প্রথম ম্যাচে ৪৫ মিনিট খেলেছিলেন হিগুয়াইন। তবে তারপর থেকে ইতালি ও স্পেন ম্যাচের জন্য দল ঘোষণার আগ পর্যন্ত আর ডাক পাননি তিনি। হিগুয়াইন বলেন, সময়টা অনেক দীর্ঘ ও কঠিন ছিল। দলের সঙ্গে আমি শেষ যখন ছিলাম তারপর অনেক মাস পেরিয়ে গেছে। ফিরতে পেরে আমি রোমাঞ্চিত। আমার মনে সবসময় একটা বিশ্বাস ছিল যে, আমি ফিরব। আমি নীরবে কাজ করে গেছি কারণ আমার কাজ ফুটবল খেলা এবং মাঠে কথা বলা। আমি এটা উপভোগ করতে চাই এবং সুযোগ পুরো কাজে লাগাতে চাই। আশাকরি সবকিছু ভাল মতো হবে।
×