ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নিজেকে সেরা দাবি রোনাল্ডোর, পর্তুগালের বর্ষসেরা ফুটবলার হলেন সি আর সেভেন

মেসির শেষ সুযোগ

প্রকাশিত: ০৬:৩৫, ২১ মার্চ ২০১৮

মেসির শেষ সুযোগ

স্পোর্টস রিপোর্টার ॥ সময়ের দুই সেরা তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দু’জনের কেউই স্বপ্নের বিশ্বকাপ জিততে পারেননি। এবার আসন্ন রাশিয়া বিশ্বকাপে দু’জনই শিরোপা স্বপ্ন বুনছেন। মেসি জানিয়েছেন, এবারই তার শেষ সুযোগ। এবার না পারলে আর্জেন্টিনা জাতীয় দল থেকে বাদ পড়তে হবে। আর রোনাল্ডো নিজেকে সেরা দাবি করে বলেছেন, সাধ্যমতো চেষ্টা করবেন পর্তুগালকে শিরোপা জেতাতে। ২০১৮ বিশ্বকাপই বলা চলে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেসির শেষ বিশ্বকাপ। তাই রাশিয়া বিশ্বকাপ জিততে মরিয়া হয়ে আছেন আর্জেন্টাইন অধিনায়ক ও ক্ষুদে জাদুকর। ৩০ বছর বয়সী এ আর্জেন্টাইনের পায়ের জাদুতে মুগ্ধ হয়ে আছে ফুটবল বিশ্ব। খেলছেন বিশ্বের অন্যতম নামি ক্লাব বার্সিলোনায়। ক্লাবের হয়ে একের পর এক শিরোপা জিতলেও দেশের হয়ে মেসির রেকর্ড কিছুটা অনুজ্জ্বল। ২০০৫ সালে জাতীয় দলে মেসির অভিষেক হওয়ার পর তিনবার কোপা আমেরিকার রানার্সআপ হয় আর্জেন্টিনা। জার্মানির কাছে হারে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে। এ পর্যন্ত তিনটি বিশ্বকাপ খেলেছেন মেসি। রাশিয়ার বিশ্বকাপে চতুর্থবারের মতো খেলতে যাচ্ছেন। সম্ভবত শেষবারের মতোও। অন্তত সতীর্থদের এমনই ইঙ্গিত দিয়েছেন মেসি নিজে। তাই এবারের বিশ্বকাপ জিততে মরিয়া মেসি জানিয়েছেন, রাশিয়ায় শিরোপা না জিতলে জাতীয় দল থেকে সরে দাঁড়াবেন তিনি। এক সাক্ষাতকারে পাঁচবারের ফিফা সেরা তারকা বলেন, আমাদের মনে হয়েছে, যদি এবার আমরা বিশ্বকাপ না জিতি তবে একটাই পথ বাকি থাকে তা হচ্ছে জাতীয় দল থেকে সরে যাওয়া। জাতীয় দলের হয়ে ১২৩ ম্যাচে ৬১ গোল করা মেসি আরও বলেছেন, আমার স্বপ্ন হচ্ছে রাশিয়ায় বিশ্বকাপ ট্রফি জেতা। ব্রাজিলে যেমনটি হয়েছে এবার সে রকম যেন না হয়। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। কিন্তু অতিরিক্ত সময়ে এক গোল খেয়ে রানার্সআপ হতে হয়েছিল। এবারের বিশ্বকাপে গ্রুপ ‘ডি’তে পড়েছে আর্জেন্টিনা। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ নাইজিরিয়া, ক্রোয়েশিয়া ও নবাগত আইসল্যান্ড। এদিকে সাফল্যম-িত ক্যারিয়ারে টানা দ্বিতীয়বারের মতো পর্তুগালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতার পর সমালোচকদের দিকে পাল্টা তীর ছুড়েছেন রোনাল্ডো। আবারও জানিয়েছেন তার কাছে তিনিই সেরা ফুটবলার। সোমবার ২০১৭ সালের বর্ষসেরা পর্তুগীজ খেলোয়াড় হিসেবে নাম ঘোষণা করা হয় রোনাল্ডোর। স্পোর্টিংয়ের গোলরক্ষক রুই পাট্রিসিও ও ম্যানচেস্টার সিটির বার্নার্ড সিলভাকে হারিয়ে পুরস্কারটি জেতেন রিয়াল মাদ্রিদ তারকা। গত বছর লা লিগা ও চ্যাম্পিয়ন্স লীগ জেতা রোনাল্ডো পঞ্চম ব্যালন ডি’অর জিতে মেসির রেকর্ড স্পর্শ করেন। চলতি মৌসুমের প্রথমপর্বে ছন্দে ছিলেন না। কিন্তু এখন দারুণ ফর্মে আছেন। গত শনিবার জিরোনার জালে চারবার বল পাঠানো এই উইঙ্গার ২০১৮ সালে লীগে আট ম্যাচ খেলে ১৮ গোল করেছেন। চলতি লা লিগায় তার মোট গোল ২২টি। পুরস্কার হাতে রোনাল্ডো বলেন, এই পুরস্কারের জন্য আমি এখানে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞ। এটা আমার সব সতীর্থদেরও পুরস্কার। ২০১৭ চমৎকার একটি বছর ছিল, ব্যক্তিগত ও দলীয়ভাবে অবিস্মরণীয় একটি বছর। তিনি আরও বলেন, গত বছর আমি পঞ্চম ব্যালন ডি’অর ও দ্বিতীয় দ্য বেস্ট এ্যাওয়ার্ডও জিতেছি। এটা আমি আমার চার সন্তানকে উৎসর্গ করছি। সি আর সেভেন বলেন, তারা (নিন্দুকেরা) যাই বলুক না কেন আমি সবসময় বিশ্বাস করি ও বলি যে আমিই সেরা এবং মাঠে আমি তা করে দেখাই। এই সময়ে কর ফাঁকির মামলা নিয়ে আবারও ঝামেলায় পড়েছেন রোনাল্ডো। একদিন আগেই শোনা গেল স্প্যানিশ কর বিভাগ এবং রোনাল্ডোর মধ্যে চলা মামলা আগামী কয়েকদিনেই শেষ হতে পারে। কারণ মামলা নিষ্পত্তির জন্য যে কোন শর্ত মানতে রাজি হয়েছেন তিনি। এ জন্য ‘কোষাগার খুলে’ দিতেও প্রস্তুত নাকি পর্তুগীজ তারকা। কিন্তু এখন শোনা যাচ্ছে, মামলা নিষ্পত্তির জন্য রোনাল্ডোর দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে স্পেনের কর বিভাগ।
×