ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বদলে গেছে চিত্র

প্রকাশিত: ০৬:৩৩, ২১ মার্চ ২০১৮

বদলে গেছে চিত্র

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ শেখ কামাল স্টেডিয়াম। উত্তরজনপদের নীলফামারীতে অবস্থিত এই স্টেডিয়ামে নারী-পুরুষ ফুটবলাররা অনুশীলনে ব্যস্ত। আধুনিক মানসম্মত স্টেডিয়ামটি প্রাণ ফিরে পেয়েছে খেলোয়াড়দের পদচারণায়। কিশোর-কিশোরীদের জন্য মিনি আর্টিফিসিয়াল টার্ফ বদলে দিয়েছে স্টেডিয়ামের পুরো পরিবেশ। এক বছর মেয়াদী কিশোরীদের জন্য ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে স্টেডিয়ামের মিনি টার্ফে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে প্রশিক্ষণ প্রাপ্ত কোচ ১ কিশোরীকে প্রশিক্ষণ প্রদান করছে। প্রশিক্ষক আব্দুল ওয়াহাব জানান, এক বছরের প্রশিক্ষণে এ মাঠ থেকে জাতীয় দলে খেলার মতো খেলোয়াড় তৈরি হতে পারবে। অনুর্ধ ১৪/১৬ দলে অংশগ্রহণের জন্য উপযোগী হবেন তারা। তিনি বলেন, নিশ্চিতভাবে অন্তত তিনজন কিশোরী ফুটবলার দখল করবে জাতীয় ফুটবল টিমে জায়গা। প্রশিক্ষণার্থী উম্মে হাসনাত, উর্মিলা ও প্রিয়াংকা জানান, ফিটনেস তৈরিসহ দক্ষতা অর্জন করে নিজেদের ভাল মানের খেলোয়াড় হওয়ার পথ দেখাবে এই টার্ফ। তারা বলেন, পড়াশোনার পাশাপাশি ক্রীড়াঙ্গনে আসতে পেরে অনেক ভাল লাগছে। অনুশীলনের ফলে দক্ষ ফুটবলার হিসেবে তৈরি হওয়ার ভূমিকা রাখবে আমাদের এই টার্ফ। জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য তামজীদুল আলম শাসন জানান, জেলার বিভিন্ন স্থান থেকে বাছাই করে আমরা ১৬ জনকে নির্বাচিত করেছি প্রশিক্ষণের জন্য। প্রশিক্ষণ পাওয়ার পর দক্ষ ফুটবলার তৈরি সম্ভব। এ ছাড়া আগামী এপ্রিল মাস থেকে বালকদের নিয়ে ফুটবল প্রশিক্ষণ শুরু হবে। এক বছরের কোর্সে অংশগ্রহণ করবে তারা। ক্রীড়া সংস্থা সূত্র জানায়, প্রথম পর্যায়ে ৩০ কিশোরীকে নিয়ে শুরু হয়েছে এক বছরের প্রশিক্ষণ। বছর শেষে কিশোরদের নিয়েও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ কোর্স চালু করা হবে শেখ কামাল স্টেডিয়ামে। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন জানান, এশিয়ান ফুটবল কনফেডারেশন’র (এএফসি) সহযোগিতায় নীলফামারীতে মিনি আর্টিফিসিয়াল টার্ফ স্থাপন করা হয়। খেলোয়াড় তৈরিতে সহায়ক হিসেবে বিশেষ কাজ করবে মিনি টার্ফ। তিনি জানান, ইতোমধ্যে কিশোরীদের নিয়ে প্রশিক্ষণ শুরু হলেও জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল এ্যাসোসিয়েশন এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলার খেলোয়াড়দের নিয়ে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ শুরু করা হবে। টার্ফের ফলে জাতীয় দলে অংশগ্রহণের সুযোগ তৈরি হলো। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কাজী সালাউদ্দিন বলেন, দেশের মধ্যে দুটি জেলায় মিনি আর্টিফিসিয়াল টার্ফ স্থাপন করা হয়েছে। তার মধ্যে নীলফামারীতে একটি। তিনি বলেন, ফুটবলার তৈরির জন্য বাফুফে কাজ করছে সারাদেশে। মিনি আর্টিফিসিয়াল টার্ফ তারই একটি কার্যক্রম। প্রসঙ্গত চলতি বছরের ৭ জানুয়ারি এশিয়ান ফুটবল কনফেডারেশন’র (এএফসি) সহযোগিতায় স্থাপিত মিনি আর্টিফিসিয়াল টার্ফ উদ্বোধন করা হয়। এ উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর। এতে বিশেষ অতিথি ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
×