ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুপ্রীমকোর্ট বারের ভোট গ্রহণ শুরু আজ

প্রকাশিত: ০৫:৫৬, ২১ মার্চ ২০১৮

সুপ্রীমকোর্ট বারের ভোট গ্রহণ শুরু আজ

স্টাফ রিপোর্টার ॥ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রীমকোর্ট বার) ২০১৮-১৯ মেয়াদের দু’দিনব্যাপী ভোট গ্রহণ শুরু হচ্ছে আজ বুধবার। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এর মধ্যে দুপুর ১টা থেকে দুইটা পর্যন্ত বিরতি। এবার নির্বাচনে ১৪টি পদের (১ সভাপতি, দুইজন সহ-সভাপতি, ১ জন সম্পাদক, ১ জন ট্রেজারার, ২ জন সহ-সস্পাদক ও ৭ জন সদস্য) মধ্যে প্রার্থী রয়েছেন ৩৩ জন। দুটি প্যানেলে নির্বাচন হচ্ছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল। অপরটি বিএনপি জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে এর নীল প্যানেল। এর বাইরে বিএনপির আরেক বিদ্রোহী প্রার্থী আলহাজ শাহ মোঃ খসরুজ্জামান সভাপতি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দি¦তা করছেন। স্বতন্ত্রভাবে সভাপতি পদে নির্বাচন করছেন এ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ। বর্তমানে সভাপতি পদে প্রার্থী রয়েছেন ৪ জন, সহ-সভাপতি ৫ জন , সম্পাদক ৩ জন। এবার ভোটারের সংখ্যা ৬ হাজার ১৫২ জন। এবার ভোটারের সংখ্যা ৬১৫২ জন।
×