ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশকে আধুনিক উন্নত হিসেবে গড়ে তুলতে হবে ॥ মুহিত

প্রকাশিত: ০৫:৫৬, ২১ মার্চ ২০১৮

দেশকে আধুনিক উন্নত হিসেবে গড়ে তুলতে হবে ॥ মুহিত

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন খেলাধুলা শরীর চর্চার পাশাপাশি মনের পরিচ্ছন্নতা বজায় রাখতে সহায়তা করে। দেশের সার্বিক উন্নয়নের জন্য উল্লেখযোগ্য ক্ষেত্রও বটে। বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে একটি আধুনিক ও উন্নত, সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। সরকারও দেশের উন্নয়নে অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশ ব্যাংকের আন্তঃঅফিস ক্রীড়া, সাহিত্য ও সঙ্গীত প্রতিযোগিতার মাধ্যমে দেশের উন্নয়ন এবং পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে এবং এর মাধ্যমে দেশ আরও এগিয়ে যাবে। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মঙ্গলবার সিলেটে শুরু হয়েছে ২২তম বাংলাদেশ ব্যাংক আন্তঃঅফিস ক্রীড়া, সাহিত্য ও সঙ্গীত প্রতিযোগিতা। বাংলাদেশ ব্যাংক ক্লাব ঢাকার উদ্যোগে এবং বাংলাদেশ ব্যাংক ক্লাব সিলেটের সার্বিক ব্যবস্থাপনায় নগরীর উপশহরস্থ আবুল মাল আবদুল মুহিত কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর আগে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা, ক্লাব পতাকা ও অলিম্পিক পতাকা উত্তোলন এবং বেলুন উড়ানোর মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন অর্থমন্ত্রী। অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গবর্নর ফজলে কবির বলেন, ‘কর্মক্ষেত্রে আন্তরিকতার সঙ্গে কাজ করলে দেশের সামগ্রিক উন্নয়ন সাধিত হয়। খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি হয়। শরীরচর্চা-সংস্কৃতি চর্চার মাধ্যমে মননের চর্চা হয়। বুদ্ধিবৃত্তিকতার বিকাশ ঘটে। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক ক্লাব, ঢাকার সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম (আরিফ) এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ ব্যাংক ক্লাব সিলেটের সভাপতি মোঃ বদরুদ্দোহা। উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ ব্যাংকের আটটি অফিসের কর্মকর্তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সিলেটে মুক্তিযুদ্ধ পাঠাগার আন্দোলন উদ্বোধন ॥ সিলেটে মুক্তিযুদ্ধ পাঠাগার আন্দোলনের উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল আবদুল মুহিত বলেছেন তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে পাঠাগার আন্দোলনের উদ্যোগ খুবই মহৎ। বর্তমান তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে দেশ থেকে মৌলবাদ ও জঙ্গীবাদের মূলোৎপাটনের লক্ষ্যে সিলেটে মুক্তিযুদ্ধ পাঠাগার আন্দোলনের উদ্বোধন করা হয়। সোমবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ পাঠাগার আন্দোলনের উদ্বোধন করেন।
×