ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী চট্টগ্রাম যাচ্ছেন আজ

প্রকাশিত: ০৫:৫৬, ২১ মার্চ ২০১৮

প্রধানমন্ত্রী চট্টগ্রাম যাচ্ছেন আজ

চট্টগ্রাম অফিস/নিজস্ব সংবাদদাতা, পটিয়া ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার চট্টগ্রাম আসছেন। ভাষণ দেবেন পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায়। এ দিন তিনি নগরী ও জেলার ১৪ হাজার কোটি টাকার ৪২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পুরো দক্ষিণ চট্টগ্রাম এবং নগরীতে সাজ সাজ রব। জনসভাকে বিশাল জনসমুদ্রে রূপ দেয়ার প্রত্যয়ে সব ধরনের প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম নগর, দক্ষিণ এবং উত্তর জেলা আওয়ামী লীগ। ইতোমধ্যেই তোরণ, ব্যানার এবং ফেস্টুনে ছেয়ে গেছে জনসভাস্থল এবং নগরী থেকে পটিয়া পর্যন্ত সড়ক। দেশের উন্নয়নে চট্টগ্রামকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে সরকার। চলমান রয়েছে অনেকগুলো মেগা প্রকল্পের বাস্তবায়ন কাজ। প্রধানমন্ত্রীর মুখ থেকে আরও কিছু শোনার জন্য মুখিয়ে আছে চট্টগ্রাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে প্রস্তুত পটিয়া। সেখানে আয়োজিত সমাবেশে ভাষণ ছাড়াও সমাবেশস্থল থেকে তিনি ৪২টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হবে চট্টগ্রাম নগরীতে নির্মিত প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যরে আখতারুজ্জামান ফ্লাইওভার, যার ভিত্তিপ্রস্তর তিনিই উদ্বোধন করেছিলেন ২০১৩ সালের ১ অক্টোবর। প্রায় ৭শ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ফ্লাইওভারটি। ৪২টি প্রকল্পের মধ্যে যেগুলোর উদ্বোধন করবেন তার মধ্যে রয়েছে গণপূর্ত বিভাগের জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন, ১১ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে কালুরঘাট মনসার টেক জাতীয় মহাসড়কের মিলিটারি সেতু, ১৭ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে পটিয়া-চন্দনাইশ-বৈলতলি সড়কের খোদারহাট সেতু, শিক্ষা প্রকৌশল অধিদফতরের ৩ কোটি ৩২ লাখ টাকার বাওয়া স্কুলের ৫তলা একাডেমিক ভবন, ৩ কোটি ৫০ লাখ টাকায় হাজেরাতজু ডিগ্রী কলেজের ৫ তলা ভবন, ২ কোটি ৭৬ লাখ টাকার পটিয়া খলিজা মীর ডিগ্রী কলেজের চারতলা একাডেমিক ভবন, ২ কোটি ৭৬ লাখ টাকায় পটিয়া খলিল মীর ডিগ্রী কলেজের চারতলা ভবন, ২ কোটি ৭৫ লাখ টাকায় পশ্চিম বাঁশখালি উপকূলীয় ডিগ্রী কলেজের চারতলা একাডেমিক ভবন, ২ কোটি ৬৪ লাখ টাকার ফটিকছড়ি হেয়াকোঁ বনানি কলেজ, ২ কোটি ৬৪ লাখ টাকায় রাঙ্গুনীয়া মহিলা কলেজের একাডেমিক ভবন, ২ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে সাতকানিয়ায় কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম কলেজের একাডেমিক ভবন, ২ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে মীরসরাই প্রফেসর কামার উদ্দিন চৌধুরী কলেজের চারতলা ভবন, ২৮ কোটি টাকা ৯৫ লাখ টাকা ব্যয়ে নাজিরহাট মাইজভান্ডার সড়ক এবং ১০ লাখ টাকা ব্যয়ে পটিয়া শেখ রাসেল ভাস্কর্য ও স্মৃতি মঞ্চের উদ্বোধন। প্রধানমন্ত্রী এ দিন ২৮ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরমধ্যে উল্লেখযোগ্য হল- চউকের ৩ হাজার ২৫০ কোটি ৮৩ লাখ টাকার লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেট এক্সপ্রেসওয়ে, ২ হাজার ২৭৫ কোটি ৫৮ লাখ টাকার কর্ণফুলী নদীর কালুরঘাট থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ, ৫ হাজার ৬১৬ কোটি ৪৯ লাখ টাকায় চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনের জন্য খাল খনন, সম্প্রসারণ, সংস্কার এবং উন্নয়ন প্রকল্প, পানি উন্নয়ন বোর্ডের ৩৩৩ কোটি টাকা ব্যয়ে সাতকানিয়া লোহাগাড়ার সাঙ্গু ও ডলু নদীর তীর সংরক্ষণ প্রকল্প, ২৫৮ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম বন্দরের কর্ণফুলি নদীর সদরঘাট পর্যন্ত বাকলিয়ার চর পর্যন্ত ড্রেজিং প্রকল্প, বিদ্যুত উন্নয়ন বোর্ডের ১ হাজার ৯৯ কোটি ৬৯ লাখ টাকার ৮টি বিদ্যুত উপকন্দ্রে নির্মাণ, ১৮৯ কোটি টাকা ব্যয়ে পটিয়া-আনোয়ারা-বাঁশখালি টইটং আঞ্চলিক মহাসড়কের প্রশস্তকরণ ও উন্নয়ন, সওজের অধীনে ১২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে বড়তাকিয়া থেকে মীরসরাই ইকনোমিক জোন সংযোগ সড়ক, ২৪৬ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে বারেয়ারহাট-হেয়াকো-নারায়ণহাট-ফটিকছড়ি আঞ্চলিক সড়কের প্রশস্তকরণ এবং উন্নয়ন। সংসদ সদস্য সামসুল হক চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিকেলে তিনি ভাষণ দেবেন পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের জনসভায়। চট্টগ্রামে নৌবাহিনীর একটি কর্মসূচীতে যোগ দিয়ে বঙ্গবন্ধু কমপ্লেক্স উদ্বোধনের পর বিকেলে তিনি আসবেন পটিয়ায়। প্রধানমন্ত্রীর অবতরণের জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। জনসভায় ভাষণ ছাড়াও তিনি প্রকল্পগুলোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর দেবেন। এদিকে, জনসভা পটিয়ায় হলেও দক্ষিণ চট্টগ্রাম ছাড়াও নগরী এবং চট্টগ্রাম উত্তর জেলায়ও ব্যাপক প্রস্তুতি লক্ষ করা যাচ্ছে। নগরীর প্রতিটি ওয়ার্ড এবং জেলার প্রতিটি ইউনিয়ন থেকে বাসযোগে মিছিল সহকারে শেখ হাসিনার জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।
×