ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ক্ল্যাসিক গাড়ির প্রদর্শনী

প্রকাশিত: ০৪:২১, ২১ মার্চ ২০১৮

ক্ল্যাসিক গাড়ির প্রদর্শনী

একট সময় ছিল, যখন গাড়িই ছিল রাজপথের রাজা। সুন্দর বলতে বোঝাত বড় সাইজ আর চালকরাও গর্ববোধ করতেন তাদের গ্যাস চালিত কার জায়ান্ট নিয়ে। এর তালিকায় ছিল জীপ, স্যালুন আর হট রডসের মতো গাড়ি। এমনই কিছু ক্ল্যাসিক গাড়ির প্রদর্শনী হয়ে গেল যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে। লম্বা চেসিস, জমকালো দীর্ঘ বনেট, পালিস করা রঙের কাজ আর ক্রোম। ভিনটেজ এই গাড়িগুলোকে করে তুলেছে একেকটি শিল্পকর্ম। লস এঞ্জেলেসের কনভেনশন সেন্টারে চলছে এমনই সব গাড়ির প্রদর্শনী। ৬৫টি কার ক্লাবের এক হাজারেরও বেশি ক্লাসিক গাড়ি এসেছে এখানে। যা এখন আগ্রহের কেন্দ্রবিন্দু পুরনো বা ক্ল্যাসিক গাড়ি সংগ্রাহকদের কাছে। সবার আগ্রহ কেড়েছে, গাড়ির কিংবদন্তি খ্যাত ইমপালা এ্যান্ড থান্ডারবার্ডস। ‘৭৩র এই থান্ডারবার্ডকে বলা হচ্ছে স্টার কার। মাইকেল জ্যাকশন কার নামেও পরিচিত এটি। আমেরিকান ধাঁচের গাড়ি ১৯৩০ সালে ক্যালিফোর্নিয়ায় তৈরি উইমেন এন হুইলস। -অর্থনৈতিক রিপোর্টার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মালয়েশিয়াভিত্তিক ইসলামিক ফাইন্যান্স নিউজ প্রদত্ত ‘বেস্ট ইসলামিক ব্যাংক ইন বাংলাদেশ’ এ্যাওয়ার্ড অর্জন করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ মাহবুব উল আলম সোমবার কুয়ালালামপুরে ইসলামিক ফাইন্যান্স নিউজ এ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এ এ্যাওয়ার্ড গ্রহণ করেন
×