ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১ লাখ ৬১ হাজার ৭৭৭ কোটি টাকার এসএমই ঋণ বিতরণ

প্রকাশিত: ০৪:২০, ২১ মার্চ ২০১৮

১ লাখ ৬১ হাজার ৭৭৭ কোটি টাকার এসএমই ঋণ বিতরণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ বিতরণ বেড়েছে। এক বছরের ব্যবধানে এ খাতে ঋণ বেড়েছে প্রায় ২০ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের এসএমই এ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের তদারকি ও ব্যাংকগুলোর প্রচেষ্টায় এসএমই খাতে ঋণ বিতরণ ও ঋণের গুণগত মান বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংক প্রকৃত উদ্যোক্তাদের কাছে ঋণ পৌঁছাতে নানা পদক্ষেপ নিয়েছে। মাঠপর্যায়ে গিয়ে ঋণের মান ও উদ্যোক্তা যাচাই করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এসএমই খাতের ৭ লাখ ৪৫ হাজার উদ্যোক্তার মাঝে মোট এক লাখ ৬১ হাজার ৭৭৭ কোটি টাকার ঋণ বিতরণ করেছে।
×