ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আর্থিক ক্ষতির মুখে যশোরের আবাসন ব্যবসায়ীরা

প্রকাশিত: ০৪:২০, ২১ মার্চ ২০১৮

আর্থিক ক্ষতির মুখে যশোরের আবাসন ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর শহরের দফায় দফায় বাড়ছে রড ও সিমেন্টর দাম। এতে করে বিপাকে পড়েছেন আবাসন খাতের ব্যবসায়ী এবং বাড়ির মালিকরা। আবার প্রতিনিয়ত রড, সিমেন্টের দাম বাড়ার কারণে খুচরা দোকানে বিক্রিও কমে গেছে। এক মাস আগে নিজের আড়াই শতক জমিতে বাড়ি নির্মাণ করার জন্য শহরের বেজপাড়ার আবদুল আলিম ২০ লাখ টাকা ঋণ নেন। ৫তলা ভিত করে একতলা ভবন করার জন্য তিনি কাজ শুরু করেন। এর মধ্যে কয়েকদফা বেড়েছে রড ও সিমেন্টর দাম। এতে তার নির্মাণ ব্যয় বেড়ে দ্বিগুণ। তিনি জানান, এখন একতলা ভবন ঠিকমত করতে পরব কিনা তা নিয়ে অনিশ্চয়তায় আছি। খোঁজ নিয়ে জানা গেছে, গত দুই মাসে প্রতিকেজি রডের দাম বেড়েছে ১৩ থেকে ১৫ টাকা। আর সিমেন্টের প্রতি বস্তায় বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা। কোন কারণ ছাড়াই রডের দাম ও সিমেন্টের অস্বাভাবিকভাবে ভাবে দাম বাড়ছে বলে ক্রেতাদের অভিযোগ। সরকারের সঠিকভাবে তদারকি ব্যবস্থা না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। যশোর শহরের একাধিক রড ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, এক মাসের ব্যবধানে গ্রেড ভেদে প্রতিকেজি রডের দাম বেড়েছে ১৩ থেকে ১৫ টাকা। ৭৫ গ্রেডের ৫শ’ ওয়াট রডের মধ্যে বিএসআরএম প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৪ টাকায়।
×