ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামের ডেনিম এক্সপার্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশিত: ০৪:১৮, ২১ মার্চ ২০১৮

চট্টগ্রামের ডেনিম এক্সপার্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মারশিয়া স্টিফেন্স বার্নিকাট সম্প্রতি চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে অবস্থিত পোশাক কারখানা ডেনিম এক্সপার্ট পরিদর্শন করেন। এ সময় ইউএসএইডের বাংলাদেশ মিশন ডিরেক্টর ইয়ানিনা জেরুজেলস্কি এবং ঢাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং ইউএসএইডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ডেনিম এক্সপার্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজ উদ্দিন মার্কিন রাষ্ট্রদূতকে কারখানা ঘুরিয়ে দেখান। সফরকালে মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা কারখানার ফ্লোর, ডিজাইন ও ডেভেলপমেন্ট স্টুডিও, ওয়াশিং, স্বয়ংক্রিয় লেজার প্রিন্টিং রুম, ইটিপিসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এ সময় প্রতিনিধিরা কারখানাটির শ্রমিক কল্যাণ সমিতির প্রতিনিধি ও সাধারণ কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। ঢাকা ট্রাভেল মার্ট উপলক্ষে বিমানের ২০% ছাড় আগামী ২২ মার্চ থেকে ২৪ মার্চ ২০১৮, হোটেল সোনরগাঁওয়ে অনুষ্ঠেয় ঢাকা ট্রাভেল মার্ট-২০১৮-এ এয়ারলাইন্স পার্টনার হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশী-বিদেশী পর্যটকদের উৎসাহিত করতে এবং ভ্রমণ পিপাসু যাত্রীদের জন্য ঢাকা থেকে ব্যাঙ্কক, সিঙ্গাপুর, ইয়াঙ্গুন, কুয়ালালামপুর, কলকাতা ও কাঠমা-ু রুটে ইকনোমি ক্লাসের রিটার্ন টিকেটে ২০ শতাংশ ছাড় দেবে। এবার এ ৬টি রুটে অর্থাৎ ঢাকা থেকে ওয়ানওয়ে রুটেও ২০ শতাংশ ছাড় থাকবে। এ বছর ডিটিএম মেলা থেকে যারা টিকেট ক্রয় করবে, বিমান লয়্যালটি ক্লাব তাদের ক্ষেত্রে ফ্রি অর্থাৎ বিমান ভ্রমণ ছাড়াই ৫০০ মাইল এ্যাওয়ার্ড হিসেবে দেবে। প্রসঙ্গত, মেলা চলাকালীন বিমান স্টল হতে আন্তর্জাতিক অন্যান্য রুটে ৭% ছাড়ে প্রযোজ্য বাজার মূল্যে টিকেট কেনা যাবে। -বিজ্ঞপ্তি
×