ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জীবনের নিরাপত্তা চেয়ে ওসির জিডি

প্রকাশিত: ০৩:৪৭, ২১ মার্চ ২০১৮

জীবনের নিরাপত্তা চেয়ে ওসির জিডি

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২০ মার্চ ॥ জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছেন বাউফল থানার ওসি মোঃ মনিরুল ইসলাম। মঙ্গলবার সকালে তিনি এ জিডি করেন। ওসি জানান, ওই দিন সকাল ১০টা ১১ মিনিটের সময় তার ০১৭১৩৩৩৭৪৩১৯ সরকারী নম্বরে ০১৭৫২১৮৩৬১৬ মোবাইল নম্বর থেকে শাহিন নামের এক ব্যক্তি ফোন করে তাকে প্রাণনাশের হুমকি দেন এবং তাকে চাকরিচ্যুতসহ মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দেন। এ ছাড়াও শাহিন বিভিন্ন বিষয়ে তার কাছে জবাবদিহিতা করেন। প্রায় দুই মিনিট কথোপকথনের পর তিনি সংযোগ কেটে দেন। সম্প্রতি খুনের চেষ্টা, চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুরের ৪টি মামলায় শাহিনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করা হলে তিনি আমার ওপর ক্ষুব্ধ ছিলেন। এরপর থেকে আমাকে হয়রানির উদ্দেশ্যে তিনি প্রশাসনের বিভিন্ন পর্যায়ে মিথ্যা অভিযোগ করতে থাকেন। একপর্যায়ে মঙ্গলবার সকালে শাহিন মোবাইল ফোনে আমাকে প্রাণনাশের হুমকি দেন। এ বিষয়ে আমি থানায় একটি জিডি করে রেখেছি এবং বিষয়টি জেলা পুলিশ সুপারকে অবহিত করেছি। কুমিল্লা-১ আসন পুনর্বহালের দাবি নিজস্ব সংবাদদাতা কুমিলা ও দাউদকান্দি, ২০ মার্চ ॥ কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) সংসদীয় আসনকে পুনর্বহালের দাবিতে মঙ্গলবার বিকেলে মেঘনা উপজেলার মানিকারচর উচ্চ বিদ্যালয়ের মাঠে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মেঘনা উপজেলার চেয়ারম্যান আঃ ছালামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, নাঈম ইউসুফ সেইন, আহসান হাবিব চৌধুরী, আলমগীর সরকার প্রমুখ।
×