ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে চিংড়ি রেণু শিকার

প্রকাশিত: ০৩:৪৫, ২১ মার্চ ২০১৮

কলাপাড়ায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে চিংড়ি রেণু শিকার

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২০ মার্চ ॥ সাগর ও মোহনাসহ বিভিন্ন স্পটে ফ্রি-স্টাইলে নিষিদ্ধ ফাঁসের মশারি নেটে বাগদা ও গলদা চিংড়ির রেণু পোনা শিকার চলছে। গঙ্গামতি, কাউয়ারচর, চর ধুলাসার, খাজুরা, গঙ্গামতি লেকসংলগ্ন সাগর ও মোহনায় অবাধে শত শত মশারি নেটে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ির রেণু পোনা নিধন চলছে। প্রতিদিন লাখ লাখ পোনা ধরা হচ্ছে। ফলে মৎস্য সম্পদের রক্ষায় সরকারী পদক্ষেপ ভেস্তে যাচ্ছে। সরেজমিনে দেখা গেছে, সূক্ষ্ম মশারি নেট ১০-১২টা এক রশিতে বেঁধে সাগর কিনার থেকে এক শ’-দেড় শ’ ফুট লম্বা করে পেতে রেখে চিংড়ির রেণু পোনা শিকার করা হচ্ছে। এসব পোনা বাবলাতলা বাজারসহ একাধিক স্পটে আড়তে কেনাবেচা চলছে। সুযোগ বুঝে ভাড়াটে হোন্ডায় দূরে নিয়ে বিভিন্ন পরিবহনে দেশের বিভিন্ন স্থানে চালান করা হচ্ছে। সরকারী প্রশাসনের চক্ষু আড়াল করে এসব করছে বলে প্রশাসনের বক্তব্য। কিন্তু সচেতন মহল মনে করছেন প্রশাসনের উদাসীনতায় ফ্রি-স্টাইলে দিনে-রাতে শত শত জাল পেতে চিংড়ির রেণু পোনা শিকার চলছে। কুয়াকাটা সৈকত থেকে দুই দিকে সাত-আট কিলোমিটার পরে এভাবে বিভিন্ন স্পটে শত শত জাল পাতা দেখা গেছে। আহরণকারীরা নির্দিষ্ট সময় পরে জালে আটকা পোনা তাদের পাত্রে সংগ্রহ করছে। যেন কারও কোন নিয়ন্ত্রণ নেই। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান, প্রতিদিন সূক্ষ্ম ফাঁসের জাল আটকের অভিযান অব্যাহত রয়েছে। ওইসব পয়েন্টে ফের অভিযান চালানো হবে। ভালুকায় পানিতে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২০ মার্চ ॥ মঙ্গলবার বিকেলে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, উপজেলার বড় কাশর গ্রামের জামে মসজিদের পুকুরে গোসল করতে গিয়ে শামছুল হকের মেয়ে সুমাইয়া আক্তার (৭) পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে ২০ ফুট পানির নিচ থেকে শিশুটির লাশ উদ্ধার করে।
×