ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনৈতিক কার্যকলাপ বন্ধে নাটোরে বিক্ষোভ

প্রকাশিত: ০৩:৪৫, ২১ মার্চ ২০১৮

অনৈতিক কার্যকলাপ বন্ধে নাটোরে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২০ মার্চ ॥ একটি পীর পরিবারের অনৈতিক ও অসামাজিক কর্মকা- বন্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে নাটোর সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের দুর্গাবাহারপুর গ্রামবাসী গ্রামের আমির আলী নামে তথাকথিত এই পীর পরিবারের বিরুদ্ধে এই বিক্ষোভ ও মানববন্ধন করে। বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার দুই শতাধিক সাধারণ মানুষ ব্যানার নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য গোলাপ মিয়া, সাবেক ইউপি সদস্য হযরত আলী, শাহীন আলী, শাহজাহান আলী, মোহরাম আলী, মঞ্জুর আলী প্রমুখ। এ সময় বক্তারা বলেন, আমির আলী নিজেকে একজন পীর দাবী করে তার পরিবারের সদস্যের সহায়তায় দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের অসামাজিক ও অনৈতিক কাজ করে আসছেন। তাদের এসব কাজের প্রতিবাদ করায় তারা প্রতিবাদকারীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন। এমনকি এসব মামলার হয়রানি থেকে এলাকার কিশোর বয়সের ছাত্ররাও রেহাই পায়নি। তারা আরও জানান, এর আগে এসব কাজের সাথে জড়িত থাকার অভিযোগ করেও কোন সুফল পাওয়া যায়নি। তথাকথিত পীর আমীর আলী ও তার ছেলে শাহিন আলী তাদের অনৈতিক কাজের প্রতিবাদ করলে সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করে রাখেন। এসব কারণে এলাকার সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না। এ ব্যাপারে আমির আলী নিজেকে একজন পীর দাবী করে বলেন, তিনি বা তার পরিবারের কেউ কোন অসামাজিক বা অনৈতিক কাজের সঙ্গে কখনই জড়িত ছিলেন না। তার নাতনিকে ধর্ষণ চেষ্টার মামলা থেকে বাঁচতেই এলাকার কয়েকজন যুবক তার পরিবারের বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করছেন।
×