ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জয় সরকারের ঈদের নাটক ‘ওয়ান গার্ডেনার টু ফ্লাওয়ার’

প্রকাশিত: ০৭:১৪, ২০ মার্চ ২০১৮

জয় সরকারের ঈদের নাটক ‘ওয়ান গার্ডেনার টু ফ্লাওয়ার’

সংস্কৃতি ডেস্ক ॥ লাইফ গোল্ড মিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘ওয়ান গার্ডেনার টু ফ্লাওয়ার’। জাহিদ বাবুলের রচনায় ঈদের ৬ পর্বের নাটকটি পরিচালনা করেছেন এই সময়ের তরুণ নাট্য নির্মাতা জয় সরকার। আজীম খান প্রযোজিত ‘ওয়ান গার্ডেনার টু ফ্লাওয়ার’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সিদ্দিকুর রহমান, কাজি উজ্জ্বল, রোমানা স্বর্ণা, নাজিরা মৌ, অবিদ রেহান, কেয়ামনি, আজীম খান, নূরে আলম নয়নসহ আরও অনেকে। ‘ওয়ান গার্ডেনার টু ফ্লাওয়ার’ নাটকের গল্পে দেখা যাবে অজগর আলী জমিদার। তার জমিদারি অনেক আগে চলে গেলেও সেই ভাব রয়ে গেছে। এ কারণে লোকে তাকে অজগর আলী জমিদার বলে ডাকে। তার একমাত্র কন্যা আয়না স্বভাবে একটু হান্টারি তবে ফুল তার প্রিয়। প্রতিদিন সকালবেলা দরজা খুলে গার্ডেনারকে ফুল হাতে দাঁড়িয়ে থাকার নির্দেশ ছিল কিন্তু আজ নেই। উত্তেজিত হয়ে তাকে চাবুক মারতে আরম্ভ করে। গার্ডেনারকে বাচানোর জন্য কাজের মেয়ে লালী এগিয়ে আসে। কারণ সে তাকে পছন্দ করে, ভালবাসে। উল্টো তাকেও মার খেতে হয়। গার্ডেনারের জন্য মার খেতে পেরে সে খুব আনন্দ ভোগ করে। কিন্তু গার্ডেনার লালীকে পাত্তা দেয় না। জুলমত জমিদার কন্যা আয়নার বডিগার্ড সব সময় গার্ডেনারকে মারার সুজোগ খুঁজে। সে লালীকে পছন্দ করে। লালী পত্তা দেয় না। কারণ লালীর ভাব গার্ডেনারের সঙ্গে এই কারণে জুরমত গার্ডেনারের প্রতি ক্ষ্যাপা। প্রামের আরেক যুবক মিলন। বেকারত্বের অভিশাপে জর্জরিত। সংসারে তেমন কেউ নেই। জমিদারের সম্পত্তি হাতিয়ে নেয়ার জন্য সে আয়নাকে বিয়ে করার জন্য ফন্দি আটে। ইতোমধ্যে জুলমতের পরামর্শে আয়নাকে বিয়ে দেয়ার জন্য ঘটকের শরণাপন্ন হয়। তখনি শুরু হয়ে যায় নাটকের মূল ক্যারিক্যাচার। এগিয়ে যায় নাটকের কাহিনী। প্রসঙ্গত, নির্মাতা জয় সরকার ইতোমধ্যে ‘ড্যাম ফিউচার’ নামে একটি ধারাবাহিকের ২৬ পর্ব শূটিং করেছেন। এ নাটকে অভিনয় করেছেন মীর সাব্বির, সিদ্দিক, আ খ ম হাসান, প্রাণ রায়, মম মোরশেদ, অহনা, রোমানা স্বর্ণা, সানজিদা তন্ময়, কেয়ামনি, ইরা সিকদার, সেলি, কাজি উজ্জ্বল, মাসুম আজিজ, অবিদ রেহান, শফিক দিলুসহ আরও অনেকে।
×