ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে কলেজের রাস্তা নিয়ে অপ্রীতিকর ঘটনা

প্রকাশিত: ০৬:৫৪, ২০ মার্চ ২০১৮

কক্সবাজারে কলেজের রাস্তা নিয়ে অপ্রীতিকর ঘটনা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার সরকারী কলেজে রাস্তা নির্মাণ নিয়ে সৃষ্টি বিরোধকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতাকর্মীদের ও শিক্ষককের মধ্যে ব্যাপক গ-গোল ও চেয়ার-টেবিল ভাংচুর হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা শিক্ষকদের লাঞ্ছিত ও অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ অস্বীকার করে কলেজ ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন বলেন, কলেজের রাস্তা নির্মাণের জন্য সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে। ছাত্রলীগের নেতারা এই আন্দোলনের নেতৃত্ব দেন। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। ১১ দিন পর ছাত্রলীগ নেতা শাওনের লাশ উত্তোলন স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ সন্ত্রাসীদের গুলিতে নিহত ছাত্রলীগ নেতা আশফাক আল রাফী শাওনকে দাফনের ১১ দিনের মাথায় কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। সোমবার দুপুরে ফুলবাড়িয়া উপজেলার লক্ষীপুর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে শাওনের লাশ উত্তোলন করা হয়। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের অধীনে শাওনের লাশ সোমবার বিকেলে ময়নাতদন্ত করা হয়। কবর থেকে লাশ উত্তোলনের সময় ম্যাজিস্ট্রেট শিউলি হরিসহ কোতোয়ালি মডেল থানা ও ফুলবাড়িয়া থানা পুলিশ উপস্থিত ছিল। পুলিশ জানায়, গত ২৫ ফেব্রুয়ারি মধ্যরাতে নগরীর গোলপুকুরপাড় এলাকায় সন্ত্রাসীরা ময়মনসিংহ জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছের একমাত্র পুত্র।
×