ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ॥ যুবদল নেতা গ্রেফতার

প্রকাশিত: ০৬:৫২, ২০ মার্চ ২০১৮

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ॥ যুবদল নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক ও সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে নগরীর মাসদাইর আদর্শ স্কুলে স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণকালে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত খোরশেদ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের ছোট ভাই। পুলিশ জানান, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে খোরশেদকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের ভিডিও ধারণ করে ছাত্রীকে ব্ল্যাকমেইল ॥ আটক এক নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম ॥ মীরসরাইয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ এবং তা দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ইলিয়াছ উপজেলার ১০নং মিঠানালা ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ গ্রামের আবুল কালামের পুত্র। জানা যায়, ধৃত ইলিয়াছ পেশায় সিএনজি চালক। সে সুবাদে মেয়েটিকে তার সিএনজিতে করে প্রায়শ কলেজে আনা নেয়া করত। এই সুযোগে সে মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং এক পর্যায়ে তা শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়ায়। পরে তাদের ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করে তা দিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। এ বিষয়ে মেয়েটি নিজে বাদী হয়ে ইলিয়াছকে আসামি করে মীরসরাই থানায় নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করে। রবিবার সন্ধ্যা ৭টায় পুলিশ ইলিয়াছকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। এই বিষয়ে মেয়েটির নিকটাত্মীয় ও জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা জানান, কলেজপড়ুয়া মেয়েটিকে ইলিয়াছ সিএনজিতে করে আনা নেয়ার সুযোগে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে এবং ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করে। পরবর্তীতে মেয়েটি তার কুপ্রস্তাবে সাড়া না দিলে মোবাইলে ধারণ করা ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিতে থাকে।
×