ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক নিহত

প্রকাশিত: ০৬:৫১, ২০ মার্চ ২০১৮

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক নিহত

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৯ মার্চ ॥ সড়ক দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের মা মিরা খাতুন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ইবি থানার ১১ মাইল নামকস্থানে একটি যাত্রীবাহী হিউম্যান হলারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আকরাম হোসেন (৪৩) নিহত হন। তিনি কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আহত মিরা খাতুনকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। মাগুরায় সাবেক ইউপি চেয়ারম্যান নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, মাগুরা সদর উপজেলার বাটাজোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় কার্তিক চন্দ্র ম-ল (৫০) নিহত হয়েছে। নিহত কার্তিক ম-ল খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। রবিবার সন্ধ্যায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। একটি মোটরসাইকেলযোগে কার্তিক ম-ল মাগুরা থেকে নড়াইল হয়ে খুলনার ডুমুরিয়া যাচ্ছিলেন। পথিমধ্যে মাগুরা সদর উপজেলার বাটাজোড় এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা একটি বাসের ধাক্কায় তিনি মারা যান। গাইবান্ধায় শ্রমিক নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের জগৎরায় গোপালপুর গাইবান্ধা-নাকাইহাট সড়কে রবিবার রাতে একটি মাটিবাহী ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে কাঠবোঝাই ট্রাক উল্টে মমিনুল ইসলাম (৩৯)নামে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত ও ৩ জন আহত হয়েছে। নিহত মমিনুল জেলার সাদুল্যাপুর উপজেলার হিঙ্গারপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে। আহতরা হলো- কাইয়ুম মিয়া, তার ছেলে কামরুজ্জামান ও রফিকুল ইসলাম। ফরিদপুরে বাইক আরোহী নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শাহ আলম (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম খুচরা যন্ত্রাংশ ব্যবসায়ী ও উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। জানা গেছে, সোমবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার নওপাড়া সেতুর কাছে একটি ট্রাক দাঁড়ানো ছিল। ওই মোটরসাইকেল আরোহী ফরিদপুরে যাওয়ার পথে ওই ট্রাকটি ওভারটেক করলে বিপরীতমুখী অজ্ঞাত যান তাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
×