ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খেলনা গলায় ঢুকে শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৬:৫০, ২০ মার্চ ২০১৮

খেলনা গলায় ঢুকে শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১৯ মার্চ ॥ বগুড়ার আদমদীঘিতে রাবেয়া নামের চার বছরের এক শিশুকন্যা প্লাস্টিকের খেলনা গাড়ি নিয়ে খেলার এক পর্যায়ে খেলনা গাড়ির চাকা গলায় আটকে গিয়ে শ্বাসরোধে মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের কুসুম্বী গ্রামের সরদার পাড়ায়। জানা গেছে, আদমদীঘি উপজেলা সদরের কুসুম্বী গ্রামের গোলাম রাব্বানীর শিশুকন্যা রাবেয়া (৪) রবিবার সন্ধ্যার পর বাড়িতে খেলনা গাড়ি নিয়ে খেলা করছিল। এক পর্যায়ে শিশুটি ওই গাড়ির চাকা মুখে নিয়ে নাড়াচাড়া করার সময় গলায় আটকে যায় এবং শ্বাসরোধ হয়। ৫০ হিজড়াকে সেলাই মেশিন প্রদান স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের জন্য জেলার ৫০ জন হিজড়াকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। সোমবার হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী দিনে এ উপকরণ বিতরণ করেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ মোজাম্মেল হোসেন এমপি। সমাজ সেবা অধিদফতরের অর্থায়নে ও উদয়ন বাংলাদেশের কারিগরি সহযোগিতায় বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের জন্য জেলার ৫০ জন হিজড়াকে ৫০ দিনব্যাপী দর্জিবিজ্ঞান প্রশিক্ষণ প্রদান করা হয়। নিরাপদ আবাসন কেন্দ্রে উপকরণ বিতরণ অনুষ্ঠানে সমাজ সেবা অধিদফতরের জেলা উপ-পরিচালক কানিজ ফাতেমার সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আহাদ উদ্দিন হায়দার, রেজাউল আলম, শেখ আসাদ।
×