ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মঠবাড়িয়ায় ডাকাতি

প্রকাশিত: ০৬:৪৯, ২০ মার্চ ২০১৮

মঠবাড়িয়ায় ডাকাতি

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১৯ মার্চ ॥ মঠবাড়িয়া উপজেলার দুর্গাপুর গ্রামে ব্যবসায়ী জাকির হোসেন হাওলাদার ও হিরুল আমীন হাওলাদারের বাড়িতে রবিবার রাতে ডাকাতি হয়েছে। এসময় ডাকাতদল পরিবারের সদস্যদের জিম্মি করে টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল, ল্যাপটপসহ ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। জানা গেছে, রবিবার রাতে ৮/১০ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল প্রথমে ব্যবসায়ী জাকির হোসেন হাওলাদারের ঘরের জানালার গ্রিল ভেঙ্গে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে একভরি স্বর্ণালঙ্কার, ল্যাপটপ ও ৫টি মোবাইল ফোন নিয়ে যায়। পরে একই ডাকাত দল পার্শ্ববর্তী হিরুল আমীনের ঘরের জানালার গ্রিল ভেঙ্গে ত্রিশ হাজার টাকা, চার ভরি স্বর্ণালঙ্কার ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। জামালপুরে তিন দোকান পুড়ে ছাই নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১৯ মার্চ ॥ মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ জোড়খালি এনপুর বাজারে রবিবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকা-ে বাজারের বড় একটি ওষুধের ফার্মেসিসহ তিনটি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৩১ লাখ টাকার ক্ষতি হয়েছে। জানা গেছে, জোড়খালি এনপুর বাজারের চিকিৎসক আব্দুল আজিজ দুদুর ওষুধের দোকান মা ফার্মেসিতে রাত পৌনে তিনটার দিকে হঠাৎ আগুন লেগে যায়। পাশের নাজমুল ইসলামের কম্পিউটারের দোকান ও জিয়াউল ইসলামের কসমেটিক্সের দোকানে আগুন ছড়িয়ে পড়লে তিনটি দোকান পুড়ে যায়। এতে ওষুধের দোকানটির প্রায় ২০ লাখ টাকার ক্ষতিসহ তিনটি দোকান মালিকের প্রায় ৩১ লাখ টাকার ক্ষতি হয়েছে। মাগুরায় পাট গুদাম নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, সোমবার ভোররাতে অগ্নিকা-ে আটশত মণ পাটসহ একটি গুদাম ভস্মীভূত হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা। জানা গেেেছ , মাগুরা শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত নায়েব আলী নামে এক পাট ব্যবসায়ীর পাটের গুদামে অগ্নিকা-ের ঘটনা ঘটে এবং মুহূর্তে তা ছড়িয়ে পড়ে ।
×