ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চরকাউয়া আয়রন ব্রিজ নির্মাণ দাবিতে সমাবেশ

প্রকাশিত: ০৬:৪৮, ২০ মার্চ ২০১৮

চরকাউয়া আয়রন ব্রিজ নির্মাণ দাবিতে সমাবেশ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সিডর পরবর্তী সময় থেকে উন্নয়ন বঞ্চিত হয়ে পড়েছে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন। সোমবার সকালে ওই ইউনিয়নের চরকরনজী এলাকায় সড়ক ও ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন ভুক্তভোগী গ্রামবাসী ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এ সময় বক্তারা বলেন, বেলতলা থেকে গুচ্ছগ্রাম পর্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন থেকে বেহাল হয়ে পড়ে রয়েছে। ফলে ওই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দীর্ঘ ১৫ বছর ধরে সড়কটির করুন দশা হলেও তা উন্নয়নে জনপ্রতিনিধি থেকে শুরু করে সংশ্লিষ্ট বিভাগের কেউ এগিয়ে আসেনি। বক্তারা আরও বলেন, সিডরের সময় কর্ণকাঠী থেকে চরকরনজী সংযোগ সড়কের আয়রন ব্রিজটি ভেঙ্গে যাওয়ার পর থেকে দীর্ঘ ১২ বছরেও তা সংস্কার হয়নি। ফলে বাধ্য হয়ে ভুক্তভোগীরা চলাচলের জন্য সাকো নির্মাণ করেছেন। ওই সাকোর ওপর দিয়েই প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয় সমাজ সেবক শহিদ আলম খানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে ব্যবসায়ী রিয়াজুল ইসলাম বলেন, জনগুরুত্বপূর্ণ সড়ক ও আয়রন ব্রিজ নির্মাণের জন্য দীর্ঘদিন থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবির কাছে ধর্ণা দিয়েও কোন সুফল মেলেনি। তার কাছে দাবি নিয়ে গেলে তিনি স্থানীয় সাংসদের দোহাই দিয়ে বরাবরেই এড়িয়ে চলেন। চরকরনজী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক রমেশ চন্দ্র দাস তার বক্তব্যে বলেন, সড়ক ও আয়রন ব্রিজটির বেহাল দশার কারণে পূর্বের তুলনায় তাদের স্কুলে শিক্ষার্থীর সংখ্যা অনেকাংশে কমে গেছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য লাখ লাখ টাকা বরাদ্দ আসলেও রহস্যজনক কারণে এখানে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। স্থানীয় ইউপি সদস্য গোলাম মাহাবুব খান বলেন, এখানকার জনগণ দীর্ঘদিন থেকে চরম অবহেলার মধ্যে বসবাস করছেন। এমতাবস্থায় এলাকার সাধারণ মানুষ, কোমলমতি শিশু থেকে শুরু করে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বাধ্য হয়ে জনগুরুত্বপূর্ণ সড়ক সংস্কার ও সিডরে ক্ষতিগ্রস্ত আয়রন ব্রিজটি পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করতে বাধ্য হয়েছেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চরকরনজী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলাউদ্দিন খান, সালাম জোমাদ্দার, হকার্স ইউনিয়নের সভাপতি মাইনুল ইসলাম মনির প্রমুখ।
×