ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যৌতুকের জন্য গৃহবধূকে তিন দিন ধরে নির্যাতন

প্রকাশিত: ০৬:৪৭, ২০ মার্চ ২০১৮

যৌতুকের জন্য গৃহবধূকে তিন দিন ধরে নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৯ মার্চ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের দাবিতে মুন্নি বেগম (৩০) নামে এক গৃহবধূকে টানা তিন দিন ঘরে আটকে রেখে নির্যাতন চালিয়েছে। গত শুক্রবার থেকে সোমবার দুপুরে উপজেলার ভোলাবো ইউনিয়নের চারিতালুক এলাকায় ঘটে এ ঘটনা। গৃহবধূকে উদ্ধার করতে গিয়ে তার বাবাকে মারধর করা হয়। গৃহবধূ মুন্নি বেগম কুমিল্লা জেলার লাকসাম থানার নওয়া এলাকার আরব রহমানের মেয়ে। বর্তমানে উপজেলার ভোলাব ইউনিয়নের চারিতালুক এলাকায় বসবাস করে আসছে। নির্যাতিত গৃহবধূ মুন্নি বেগম জানান, ১২ বছর আগে উপজেলার চারিতালুক এলাকার হাসেন আলীর ছেলে আলী আকবরের সঙ্গে মুন্নি বেগমের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে আসিফ (১০), আকিব (১) বছরের দুই ছেলে ও সাথী (১১) নামে একটি মেয়ে সন্তানের জন্ম হয়। সন্তান জন্মের পর থেকেই স্বামী আলী আকবর বিভিন্ন বিষয়াদি নিয়ে মুন্নি বেগমের সঙ্গে ঝগড়া করে আসছে। বেশ কিছুদিন ধরে স্বামী আলী আকবর গৃহবধূ মুন্নি বেগমকে তার বাবার বাড়ি থেকে ২ লাখ টাকা যৌতুক এনে দিতে চাপ প্রয়োগ করে আসছিল। গত শুক্রবার দেবর দেলোয়ার, ও দেলোয়ারের স্ত্রী মর্জিনা বেগমের প্ররোচণায় স্বামী আলী আকবর গৃহবধূ মুন্নি বেগমকে ফের তার বাবার বাড়ি থেকে ২ লাখ টাকা যৌতুক এনে দিতে বলে। মুন্নি বেগম কোন ধরনের টাকা এনে দিতে পারবে না বলে সাফ জানিয়ে দেয়। যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত স্বামী আলী আকবর মুন্নি বেগমকে টানা তিন দিন ঘরে আটকে নির্যাতন চালায়। তিন দিন পর বিষয়টি মুন্নি বেগমের বাবা আরব রহমান জানতে পেরে স্বামী আলী আকবরের বাড়িতে গিয়ে তার মেয়ের ওপর নির্যাতন করার কারণ জিজ্ঞাসা করে। নির্যাতন কারণ জিজ্ঞাসা করায় স্বামী আলী আকবর গৃহবধূর বাবা আরব রহমানকেও মারধর করে। আলী আকবর তার ছেলে মেয়েদেরকে রেখে মুন্নি বেগমকে বাড়ি থেকে বের করে দেয়।
×