ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লন্ডন থেকে প্রধান কার্যালয় সরিয়ে নিচ্ছে ইউনিলিভার

প্রকাশিত: ০৬:৪৬, ২০ মার্চ ২০১৮

লন্ডন থেকে প্রধান কার্যালয় সরিয়ে নিচ্ছে ইউনিলিভার

খাদ্য ও ভোক্তাপণ্য প্রতিষ্ঠান ইউনিলিভার লন্ডন থেকে নেদারল্যান্ডসে তাদের প্রধান কার্যালয় সরিয়ে নিচ্ছে। একক ভিত্তি তৈরি করে আরও সক্রিয় হতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানানো হয়েছে। ব্রেক্সিট ভোটে পর যুক্তরাজ্য সরকার যখন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যেতে প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই বিশ্বের বৃহত্তম বহুজাতিক এই ব্যবসায়ী প্রতিষ্ঠান লন্ডন থেকে তাদের প্রধান কার্যালয় সরিয়ে নেয়ার ঘোষণা দেয়। প্রায় এক শতাব্দীর কাছাকাছি সময় ধরে লন্ডন এবং রোটারডামভিত্তিক বহুজাতিক এই প্রতিষ্ঠানটির অনেক পণ্য রয়েছে। এর মধ্যে বেশকিছু যথেষ্ট সুনাম অর্জন করেছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, পারসিল, ডাভ এবং মারমাইট। ইউনিলিভারের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা প্রেইমি পিটকেথলি জানিয়েছেন, প্রধান কার্যালয় সরিয়ে নেয়ার পেছনে ব্রেক্সিটের কোন ভূমিকা নেই। এটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সিদ্ধান্ত। প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে একটি বোর্ড মিটিংয়ের পরই প্রধান কার্যালয় সরিয়ে নেয়ার ঘোষণা দেয়া হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×