ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৪ জুন এ্যাপেলের ডব্লিউডব্লিউডিসি

প্রকাশিত: ০৬:৪৫, ২০ মার্চ ২০১৮

৪ জুন এ্যাপেলের ডব্লিউডব্লিউডিসি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ৪ জুন শুরু হবে ডেভেলপারদের নিয়ে এ্যাপলের বার্ষিক সম্মেলন ডব্লিউডব্লিউডিসি। সম্প্রতি এ ঘোষণা দিয়েছে মার্কিন টেক জায়ান্টটি। এই সম্মেলনে এ্যাপলের আইওএস অপারেটিং সংস্করণের নতুন আপডেট উন্মোচনের প্রচলন রয়েছে। ২০১৭ সালে এ্যাপল আইওএস ১১, ম্যাকওএস হাই সিয়েরা উন্মোচন করেছে। এ কারণে এবার আইওএস ১২ আর ম্যাকওএসের নতুন সংস্করণ আনা হতে পারে বলে ধারণা প্রকাশ করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে। প্রচলিতভাবে নতুন সফটওয়্যারে চলা প্রথম ডিভাইসগুলো আরও পর আনা হয়। এ্যাপল যদি আগের রীতি মেনেই চলে তবে চলতি বছর সেপ্টেম্বরের আগে হয়ত আইওএস ১২ চালিত কোন আইফোন আসবে না। এ্যাপল টিভি, এ্যাপল ওয়াচ ও এ্যাপলের নতুন স্মার্ট স্পীকার, হোমপডের জন্য আনা হতে পারে আরও নতুন ফিচার। এছাড়াও এ আয়োজনে নতুন হার্ডওয়্যার প্রদর্শনের নজিরও রয়েছে এ্যাপলের। ২০১৭ সালে এই সম্মেলনে এ্যাপল একটি নতুন ১০.৫ ইঞ্চি আইপ্যাড ঘোষণা করে। ঈশ্বরদীতে রডসিমেন্ট সরবরাহ বন্ধ স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদীতে গত বিশ দিনে কেজি প্রতি ৭৪ টাকা রড ও বস্তা প্রতি সিমেন্টের দাম বেড়েছে ৯০-১০০ টাকা। একই সঙ্গে পরিবহন খরচও বৃদ্ধি পেয়েছে অধিক হারে। এ কারণে বর্তমানে ঈশ্বরদীতে বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কাজ মুখ থুবড়ে পড়েছে। বেশিরভাগ উন্নয়ন কাজ বন্ধ হয়ে গেছে। দাম বেশি হওয়া ও সরবরাহ না থাকায় সিমেন্ট ও রডের প্রায় ২০ ডিলার এবং ২৪৭ খুচরা ব্যবসায়ী কপালে হাত তুলে বসে আছেন। বিদেশী ক্লিংকার আমদানিতে সমস্যা, ফ্যাক্টরি মালিক পক্ষের সিন্ডিকেট করে চাহিদানুযায়ী সরবরাহ না করে পরিকল্পিতভাবে দাম বাড়ানোর কারণে ব্যবসায়ীদের এ অবস্থার সৃষ্টি হয়েছে। সিমেন্ট ও রডের ঈশ্বরদীস্থ বিভিন্ন ডিলার ও খুচরা ব্যবসায়ীদের অভিযোগ সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত মতে, দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈশ্বরদী এলাকায় প্রতিদিন ১৫ হাজার ব্যাগ সিমেন্ট ও ৩০ মেট্রিক টন রডের চাহিদা রয়েছে। ২০ দিন আগেও ডিলার ও খুচরা ব্যবসায়ীরা এ পরিমাণ সিমেন্ট ও রড সরবরাহ নিয়ে গ্রাহকদের নিকট তাদের চাহিদা মতো বিক্রি করত। গ্রাহকরাও ক্রয় ক্ষমতার মধ্যে থেকে তাদের চাহিদা মতো রড ও সিমেন্ট কিনে বাড়িঘরসহ নানা কাজ করত।
×