ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবি ব্যাংকের নতুন দুই সেবার উদ্বোধন

প্রকাশিত: ০৬:৪৪, ২০ মার্চ ২০১৮

এবি ব্যাংকের নতুন দুই সেবার উদ্বোধন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভিসা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড এবং ডিপোজিট ডাবল ইনস্টলমেন্ট স্কিম নামে দুটি ব্যাংকিং সেবা উদ্বোধন করেছে এবি ব্যাংক লিমিটেড। গতকাল সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার যাত্রা শুরু করে ব্যাংকটি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হোসাইন, আইটি বিভাগীয় প্রধান রিয়াজুল ইসলাম, রিটেইল ব্যংকিং বিভাগীয় প্রধান মিজান রহমান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক শামসিয়া মুতাসিম। নতুন প্রোডাক্ট সর্ম্পকে বিস্তারিত তুলে ধরেন ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ মিজানুর রহমান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা রিয়াজুল ইসলাম। ডিপোজিট ডাবল ইনস্টলমেন্ট স্কিমের মাধ্যমে প্রাথমিক ডিপোজিট এবং সামান্য মাসিক কিস্তিতে মাত্র তিন বছরে জমাকৃত টাকা দ্বিগুণ হবে। ব্যক্তিগতভাবে অথবা যে কোন ব্যবসায়ী প্রতিষ্ঠান এই সেবা গ্রহণ করতে পারবে বলে জানিয়েছে ব্যাংকটি। নতুন এ সেবা নিতে হলে প্রতিটি গ্রাহককে কমপক্ষে ৫০ হাজার টাকা ডিপোজিট করতে হবে। পাশাপাশি প্রতি মাসে কমপক্ষে ৯১০ টাকা হারে তিন বছর কিস্তি দিতে হবে।
×