ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেপথ্যের কুশীলব

প্রকাশিত: ০৬:৪০, ২০ মার্চ ২০১৮

নেপথ্যের কুশীলব

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী বরাবরই বলে আসছেন তার কোন রাজনৈতিক উচ্চাভিলাষ নেই। কংগ্রেসের জন্য তিনি কতটা গুরুত্বপূর্ণ ও নিবেদিত তা ইতোমধ্যে স্পষ্ট হয়ে গেছে। এবার ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে কংগ্রেসের দু’দিনব্যাপী প্ল্যানারি সেশনের ভেন্যু ঠিক করা থেকে বিষয়বস্তু নির্ধারণসহ যাবতীয় সব কাজ প্রিয়াঙ্কা গান্ধীই করেছেন বলে জানা গেছে। -নিউজ ১৮ পয়ঃবর্জ্যে প্লাবিত স্বপ্নের বাড়ি ইংরেজ ফুটবলার ডেভির বেকহাম ও তার স্ত্রী ভিক্টোরিয়ার অক্সফোর্ডশায়ার ম্যানশন পয়ঃবর্জ্যে প্লাবিত হয়ে গেছে। পয়বর্জ্যে তাদের বাড়ি এতটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যে, এজন্য তারা ২৫ হাজার পাউন্ড ব্যয় নির্ধারণ করেছেন। নয়টি শোবার ঘরের ফার্মহাউসটি ২০১৭ সালে কিনেছিলেন বেকহাম দম্পতি। বাড়িটিতে আরও রয়েছে তিনটি বড় গ্যারেজ, দুটি বড় উঠান। বাড়িটি দুই একর জমির ওপর তৈরি। -মিরর
×