ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দক্ষিণ কোরিয়ায় যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর লি

প্রকাশিত: ০৬:৩৯, ২০ মার্চ ২০১৮

দক্ষিণ কোরিয়ায় যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর লি

সামাজিকভাবে রক্ষণশীল দক্ষিণ কোরিয়ায় মিটু অর্থাৎ যৌন হয়রানির বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার এক কণ্ঠস্বর হচ্ছেন লি ইউন-ইয়ু (৪৪)। স্যামসাং কোম্পানির সাবেক এই নারী বিক্রয়কর্মী যৌন হয়রানির বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন। কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার এই নারী তার উর্ধতন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করে বিরূপ পরিস্থিতির মুখে চাকরি ছাড়তে বাধ্য হন। পরবর্তীতে আইনি লড়াইয়ে বিজয়ী হয়ে একজন আইনজীবী হিসেবে আত্মপ্রকাশ করেন। বর্তমানে লি যৌন হয়রানির শিকার নারীদের সহায়তা করছেন। দক্ষিণ কোরিয়ার নারীরা একধাপ এগিয়ে গিয়ে তারা অনেকেই বর্তমানে ক্ষমতাধর ব্যক্তিদের বিরুদ্ধে মাঠ পর্যায়ের রাজনীতি, শিল্প, শিক্ষা ও ধর্মীয়ক্ষেত্রে যৌন হয়রানির বিরুদ্ধে কথা বলছেন এবং অভিযোগ করে নিজেদের নীরবতা ভেঙ্গে সামনে এসে কথা বলছেন। -এএফপি
×