ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দিল্লী ও হো চি মিন সিটির মধ্যে ‘বিকিনি এয়ারের’ সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে

প্রকাশিত: ০৬:৩৮, ২০ মার্চ ২০১৮

দিল্লী ও হো চি মিন সিটির  মধ্যে ‘বিকিনি এয়ারের’ সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে

ভিয়েতনামের স্বল্প খরচের এয়ারলাইন্স ভিয়ের্টজেট ‘বিকিনি এয়ারলাইন্স’ নামে পরিচিত লাভ করেছে। কারণ এর বিকিনি পরিহিত বিমানবালারা যাত্রীদের আপ্যায়ন করে থাকে। এয়ারলাইন্সটি এখন হো চি মিন সিটি থেকে নয়াদিল্লী পর্যন্ত সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে বলে জানা গেছে। ইন্ডিয়া টাইমস। চলতি বছর জুলাই বা আগস্ট মাসে হো চিন মিন সিটি থেকে নয়াদিল্লী পর্যন্ত সরাসরি ফ্লাইট শুরু হতে পারে। সপ্তাহে চারটি ফ্লাইট চালানো হবে। ভিয়ের্টজেটের উদ্যোক্তা নগুয়েন থি ফুয়ং থাও একজন নারী উদ্যোক্তা। তিনি ভিয়েতনামের প্রথম নারী বিলিওনিয়ারও বটে। সম্প্রতি সেদেশের ফুটবল দলের সদস্যরদের সঙ্গে তোলা এয়ারলাইন্সটির স্বল্প বসনা বিমানবালার ছবি প্রকাশিত হওয়ার সংবাদ শিরোনাম হয়েছে ভিয়ের্টজেট। বর্তমানে দিল্লী, সিঙ্গাপুর, ভিয়েতনাম, থাইল্যান্ড ও মালয়েশিয়ার মধ্যে ভিয়ের্টজেট চলাচল করলেও দিল্লী ও হোচি মিনের মধ্যে সরাসরি ফ্লাইট নেই। যৌন আবেদন ও বিতর্ক সৃষ্টির মাধ্যমে এয়ারলাইন্সটি মনোযোগ আকর্ষণের নীতি অনুসরণ করছে।
×