ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মোদি সরকার ব্যর্থ ॥ মনমোহন

প্রকাশিত: ০৬:৩৮, ২০ মার্চ ২০১৮

আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মোদি সরকার ব্যর্থ ॥ মনমোহন

রবিবার নয়াদিল্লীতে কংগ্রেসের পূর্ণাঙ্গ অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পররাষ্ট্রনীতির পাঠ দিলেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। বলেন, ‘পাকিস্তানের সন্ত্রাসবাদী কাজকর্মকে মেনে নেয়া যায় না ঠিকই। কিন্তু এটাও ভুললে চলবে না যে, ওরা আমাদের প্রতিবেশী।’ এ দিনই জম্মু-কাশ্মীরের পুঞ্চে পাকিস্তানের মর্টার হামলায় একই পরিবারের পাঁচ সদস্য মারা যায়। মনমোহন বলেন, ‘অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে। এটা ঘটনা যে আমাদের সীমান্ত অরক্ষিত, সীমান্ত পারের সন্ত্রাসই হোক বা অভ্যন্তরীণ।’ আনন্দবাজার পত্রিকা। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের সঙ্কটে, ইটের বদলে পাটকেল ছোড়ার নীতির বদলে কূটনীতিকে হাতিয়ার করাই বাঞ্ছনীয় বলে পরামর্শ দিয়েছেন মনমোহন সিং। তাঁর বক্তব্য, ‘পাকিস্তান যে গোটা উপমহাদেশের কাছেই বিপদের কারণ, সে বিষয়ে অবশ্যই তাদের সতর্ক করতে হবে। কিন্তু অযথা আগ্রাসী হওয়া ঠিক নয়।’ তাঁর কথায়, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আরও বেশি করে সুসম্পর্ক গড়ে তোলা দরকার। কংগ্রেস এই লক্ষ্যেই বরাবর কাজ করে এসেছে। সার্বিকভাবে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেই মোদি সরকার ব্যর্থ বলে মনে করছেন মনমোহন। তাঁর কথায়, ‘এটা আজ খুবই উদ্বেগের বিষয় যে আমরা বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর সঙ্গে, কৌশলগত মিত্র দেশগুলোর সঙ্গে এবং আমাদের কাছের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ঘেঁটে ফেলেছি।’
×