ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এটি শেষ নির্বাচন, ইঙ্গিত দিলেন ভ্লাদিমির পুতিন

প্রকাশিত: ০৬:৩৭, ২০ মার্চ ২০১৮

এটি শেষ নির্বাচন, ইঙ্গিত দিলেন ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রত্যাশিত জয় পেয়ে আরও ছয় বছরের জন্য নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়েছেন ভ্লাদিমির পুতিন। রবিবার অনুষ্ঠিত নির্বাচনের প্রায় সব ভোট গণনা শেষে রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, তিনি ৭৬ শতাংশেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিবিসি ও ইন্ডিপেন্ডেন্ট। নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষিত হওয়ার পর রাজধানী মস্কোর সমাবেশে ভাষণে তিনি বলেন, গত কয়েক বছরের অর্জনকে স্বীকৃতি দিয়েছেন ভোটাররা। ছয় বছর পর আরেকটি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের সহাস্য উত্তরে তিনি বলেন, আপনি যা বলছেন তা খুবই হাস্যকর। আপনি কি মনে করেন ১শ’ বছর বয়স না হওয়া পর্যন্ত আমি ক্ষমতায় থাকব ? নির্বাচনে জয়ের মাধ্যমে রাশিয়ায় ক্ষমতার কেন্দ্রে পুতিনের মেয়াদ ২৪ বছর হতে যাচ্ছে। ২০০০ সালে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে তিনি টানা দুই মেয়াদে প্রেসিডেন্ট, এরপর এক মেয়াদে প্রধানমন্ত্রীত্বের পর ফের টানা দুই মেয়াদ প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। একমাত্র সোভিয়েত আমলের একনায়ক যোসেফ স্ট্যালিনের চেয়ে বেশিদিন রাশিয়ার ক্ষমতায় থাকবেন পুতিন। এবারের নির্বাচনের ফলাফলে পুতিনের জনপ্রিয়তা আরও বাড়ার ইঙ্গিত পাওয়া গেছে। এর আগে ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ৬৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। এবার ১২ শতাংশ ভোট বেশি পেয়েছেন। পুতিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী কোটিপতি কমিউনিস্ট পাভেল গ্রুদিনিন প্রায় ১২ শতাংশ ভোট পেয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে জাতীয়তাবাদী ভøাদিমির জিরনোভস্কি ছয় শতাংশ এবং সাবেক টেলিভিশন উপস্থাপক কেসেনিয়া সোবচাক দুই শতাংশেরও কম ভোট পেয়েছেন। রাশিয়ার প্রধান বিরোধীদলীয় নেতা এ্যালেক্সি নাভালিন জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারেননি। ইউক্রেন থেকে বিচ্ছিন্ন করে রাশিয়ার অংশ করে নেয়া ক্রিমিয়াবাসী প্রথমবারের মতো এই নির্বাচনে অংশ নিয়েছে। পুতিন ও তার দল নির্বাচনের কাজটি ভালভাবেই সম্পন্ন করেছে। কেননা নির্বাচন অবাধ ও কারচুপি উভয়ের মাধ্যমে সম্পন্ন করেছে। তবে সম্ভবত এটিই পুতিনের শেষ নির্বাচন। এরপর তিনি কি আবার প্রধানমন্ত্রী হবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি হেসে বলেন, আপনার কি ধারণা আমি শত বছর না হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকব।
×