ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রস্তুতি ম্যাচ খেলতে থাইল্যান্ডে জাতীয় ফুটবল দল

প্রকাশিত: ০৬:৩০, ২০ মার্চ ২০১৮

প্রস্তুতি ম্যাচ খেলতে থাইল্যান্ডে জাতীয় ফুটবল দল

স্পোর্টস রিপোর্টার ॥ ভুটান-লজ্জার দীর্ঘ ১৭ মাস পর আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ২৭ মার্চ লাওসের বিপক্ষে (সন্ধ্যা ৬টায়) তারা খেলবে ফিফা প্রীতি ম্যাচে। লাওস-পরীক্ষার আগে থাইল্যান্ড সফরে গেল অর্ডবাহিনী। সোমবার দুপুরে বিমানযোগে রওনা হয়ে বিকেলে থাইল্যান্ড গিয়ে পৌঁছে জাতীয় ফুটবল দল। সেখানে অনুশীলনের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। একটি ২১ মার্চ রাচাবুড়ি ফল এফসির বিপক্ষে (সন্ধ্যা ৬টায়)। অপরটি ২৩ মার্চ ব্যাঙ্কক গ্লাস এফসির বিপক্ষে (বিকেল ৫টায়)। এরপর ব্যাঙ্কক থেকে ২৫ মার্চ দল যাবে লাওসে। থাইল্যান্ড গিয়ে সেখানে দুই প্রীতি ম্যাচ শেষে লাওস ম্যাচের জন্য মূল একাদশ সাজাবেন বাংলাদেশ দলের কোচ। দেশ ছাড়ার দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু বর্মণ বলেন, ‘প্রথম থেকেই একটা প্রতিযোগিতা ছিল ভাল করতে হবে। মূল দলে জায়গা পেতে হবে। দলে সুযোগ পেয়েছি। বাংলাদেশের জন্য কিছু করতে চাই।’ মিডফিল্ডার ফয়সাল মাহমুদ বলেন, ‘গোল করাটা আমাদের মূল সমস্যা না। দলে অনেক ভাল স্ট্রাইকার আছে। আমাদের মূল সমস্যাটা হলো আগে গোল রিসিভ করা। যদি আমরা আগে গোল রিসিভ না করি তবে ম্যাচগুলোতে অবশ্যই ভাল করা সম্ভব। যখন আমরা আগে গোল খেয়ে ফেলি। তখন সেই খান থেকে বের হয়ে আসতে আমাদের দুইটা গোল করতে হয়। আর তখন বাড়তি চাপই ম্যাচের ফল ঘুরিয়ে দেয়।’ বিষয়টি অবশ্যই মাথায় আছে বাংলাদেশ দলের কোচিং স্টাফদেরও। গোলরক্ষক কোচ জ্যাসন ব্রাউন জানান, ‘গত এক মাসে দল দারুণ উন্নতি করেছে। বিশেষ করে কাতারের ক্যাম্পটির কথা বলবো। যা ফুটবলারদের ফিটনেসের সঙ্গে হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সহায়তা করেছে। তবে সত্যি বলতে কতটুকু উন্নতি হয়েছে তা বোঝা যাবে থাইল্যান্ডের ম্যাচগুলো খেলার পর।’ অর্ড কাতার থেকে ফেরার পর আবাহনীর যে আট ফুটবলারকে দলে নিয়েছিলেন, সেখান থেকে শুধু মিডফিল্ডার সোহেল রানা বাদ পড়েছেন। এছাড়া স্বাধীন, ইব্রাহিম, মনজুরুর মানিক ও নুরুল নাইম ফয়সাল শেষ মুহূর্তে চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারেননি। আবার আলী হোসেনের মতো নতুন খেলোয়াড়ও আছেন। ওর্ড যদিও বলেছেন, ‘সবাইকে দেখে-শুনেই দলে নিয়েছি। দলের যেখানে যাকে প্রয়োজন, সেখানেই খেলানো হবে। আমরা ইতিবাচক ফল করতে চাই।’ দীর্ঘ ১৭ মাস পর জাতীয় দল খেলতে যাচ্ছে। এই দলগঠনে প্রশ্নও আছে। উইঙ্গার ুবেল মিয়া নেই। নাবিব নেওয়াজ জীবন আছে। এমন প্রশ্নে কোচ বলেছেন, ‘ঘরোয়া ও আন্তর্জাতিক খেলা তো এক নয়। পারফরম্যান্স ও পজিশনের ওপর ভিত্তি করে দল ঠিক করা হয়েছে। আশা করছি যারা দলে আছে, তাদের নিয়েই ভাল ফল হবে।’
×