ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মতবিনিময় সভায় পরামর্শ

মশা নিধনে দুই সিটি কর্পোরেশনের সমন্বিত ক্রাশ প্রোগ্রাম জরুরী

প্রকাশিত: ০৬:০৪, ২০ মার্চ ২০১৮

মশা নিধনে দুই সিটি কর্পোরেশনের সমন্বিত ক্রাশ প্রোগ্রাম জরুরী

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর চলমান অন্যতম প্রধান যন্ত্রণা মশার ভয়াবহতা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সমন্বয়ের মাধ্যমে একযোগে মশক নিধনে নামার পরামর্শ দিয়েছেন রাজধানীতে বসবাসকারী নাগরিকেরা। একই সঙ্গে মশক নিধন কার্যক্রম মনিটরিং আরও জোরদার করার আহ্বান জানান তারা। সোমবার সকালে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় ডিএনসিসির বিভিন্ন এলাকা থেকে আসা বাড়ি মালিক সমিতি, কল্যাণ সমিতি, হাউজিং সোসাইটির নেতারা তাদের বক্তব্য ও বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন। এ সময় ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র মোঃ ওসমান গণির সভাপতিত্বে সভায় মশক নিধনে নেয়া কর্মসূচীসমূহ তুলে ধরেন ডিএনসিসির কর্মকর্তারা। সভায় ডিএনসিসির প্যানেল মেয়র-২ জামাল মোস্তফা, প্যানেল মেয়র-৩ আলেয়া সরোয়ার ডেইজী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হাসান, মশক নিয়ন্ত্রণ স্থায়ী কমিটির সভাপতি ডাঃ জিনাত আলী, বিভিন্ন সংবাদ মাধম্যের সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সিনিয়র সাংবাদিক দৈনিক জনকণ্ঠের সিটি এডিটর কাওসার রহমান বলেন, এক সিটির সীমানায় মশা মারতে স্প্রে করা, মশার প্রজন্মস্থল ধ্বংসে ওষুধ ছিটানোসহ নানা কার্যক্রম পরিচালিত হয় কিন্তু সীমানায় অবস্থিত অপর সিটিতে এ সময় এ সংক্রান্ত কোন প্রকার কার্যক্রমই নেয়া হয় না। ফলে মশাগুলো অন্য এলাকায় গিয়ে আশ্রয় নেয়। ফলে মশার বংশবৃদ্ধি হতেই থাকে। তাই মশক নিধনে একযোগে ক্রাশ অভিযান পরিচালনা করতে হবে। এছাড়া অভিযানের পর কার্যক্রম মনিটরিংও করতে হবে। মশক নিধনে চলমান আমলাতান্ত্রিক জটিলতা দূর করে মশার প্রজননস্থল ধ্বংস করতে বর্ষার আগেই অভিযান পরিচালনা করতে হবে। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে ও মশক নিধনে সিটি কর্পোরেশনের অর্থ না থাকলে ব্যক্তি উদ্যোগে ফান্ড গঠন করা যেতে পারে। মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটি থেকে আসা সালাহ উদ্দীন বলেন, মশক নিধনে নানামুখী কর্মসূচী নিলেও কোনভাবেই মশা নিয়ন্ত্রণে আনতে পারছে না সিটি কর্পোরেশন। কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? তার কারণ খুঁজে দ্রুত সমাধান করতে হবে।
×